সালমানের পরিবর্তে পাকিস্তানের সামনে খোলা তিন দুয়ার

পাকিস্তানের নতুন অধিনায়ক হবেন কে? এমন একটা সম্পূরক প্রশ্ন চলেই আসে। সেক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে তিনটি বিকল্প। 

একই টুর্নামেন্টে ভারতের কাছে তিনবার হেরেছে পাকিস্তান। অধিনায়ক হিসেবে যারপরনাই ব্যর্থ সালমান আলি আঘা। এমনকি ব্যাট হাতেও ব্যর্থতার চূড়ান্ত নিদর্শন স্থাপন করেছেন তিনি এশিয়া কাপে। সাত ম্যাচে ১২ গড়ে রান করেছেন ৭২। স্ট্রাইকরেট, সেটাও তো মান্ধাতার আমলের, ৮০.৮৯। এশিয়া কাপে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বনিম্ন।

সে কারণেই সালমানের বাদ পড়ার একটা জোর গুঞ্জন শুরু হয়ে গেছে সর্বত্র। যদি তাকে বাদ দেওয়াই হয়, তবে পাকিস্তানের নতুন অধিনায়ক হবেন কে? এমন একটা সম্পূরক প্রশ্ন চলেই আসে। সেক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে তিনটি বিকল্প।

প্রথমত বাবর আজম পুনরায় পাকিস্তান দলে ফিরবেন, এই বিষয়টি প্রায় অবধারতি হয়ে গেছে। নতুন দিনের বার্তাবাহক হওয়ার কথা যাদের- তাদের রীতিমত নাজেহাল অবস্থা। অতএব বাবরের কাঁধে ভর করে অন্তত লড়াই করবার মত পরিস্থিতি সৃষ্টি করতে চায় পাকিস্তান। সেক্ষেত্রে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে সহজ সমাধান। তবে সেটা হবে পশ্চাৎপদ গমন।

দ্বিতীয় বিকল্প হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে দেওয়া যেতে পারে আরও একটি সুযোগ। স্রেফ নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজে তাকে দেওয়া হয়েছিল অধিনাকত্ব। সেই ফলাফলের উপর ভিত্তি করে তাকে হটিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম সফল অধিনায়ক তিনি। তিনবার জিতেছেন পিএসএল শিরোপা।

অতএব আরেকটা সুযোগ অন্তত পেতেই পারেন শাহিন। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই তার হাতে ছেড়ে দিতে হবে দায়িত্ব। আর সেক্ষেত্রে তার ইনজুরি প্রবণতা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে। সেটার সমাধানে নতুন কোন মুখ হতে পারে পাকিস্তানের পরবর্তী অধিনায়ক। শাহিবজাদা ফারহানকে বিবেচনায় রাখতে পারে পাকিস্তান।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ২১৬ রান করেছেন তিনি পাকিস্তানের পক্ষে। এছাড়াও জাসপ্রিত বুমরাহর বলেও বড় শট খেলতে ইতস্তত করেননি। ক্রিকেট বিশ্বের সেরা বোলারের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করার মানসিক দৃঢ়তা যার রয়েছে, এমন অধিনায়কই তো প্রয়োজন পাকিস্তানের।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link