কেন জাদেজাকে ছেড়ে দিয়েছিল রাজস্থান!

চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রাজস্থান রয়্যালসের (আরআর) মধ্যে চলছে সম্ভাব্য অদলবদলের বড়সড় আলোচনা। আলোচনার কেন্দ্রে দুই তারকা রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন! তবে এই ট্রেড গুঞ্জনের মাঝেই ঘুরে ফিরে উঠছে এক পুরনো প্রশ্ন, রবীন্দ্র জাদেজাকে একসময় কেন ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) রিটেনশনের শেষ সময় ঘনিয়ে আসতেই উত্তাপ ছড়াচ্ছে ট্রেড মার্কেট। টিম ম্যানেজমেন্টের ফোনে ব্যস্ত সময়, এজেন্টদের দৌড়ঝাঁপ, তবে সবচেয়ে আলোচিত খবর এখন একটাই! চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রাজস্থান রয়্যালসের (আরআর) মধ্যে চলছে সম্ভাব্য অদলবদলের বড়সড় আলোচনা। আলোচনার কেন্দ্রে দুই তারকা রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন!

তবে এই ট্রেড গুঞ্জনের মাঝেই ঘুরে ফিরে উঠছে এক পুরনো প্রশ্ন, রবীন্দ্র জাদেজাকে একসময় কেন ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস?

উত্তরটা লুকিয়ে আছে আইপিএলের প্রথম যুগের ইতিহাসে। ২০০৮ সালে চ্যাম্পিয়ন রাজস্থানের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তরুণ জাদেজা। কিন্তু ২০১০ সালে বিস্ফোরক এক ঘটনায় শিরোনামে আসেন তিনি। রাজস্থানকে না জানিয়েই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে গোপনে যোগাযোগ করেছিলেন জাদেজা।

ফলে আইপিএল গভর্নিং কাউন্সিল তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করে দেয়। সেই সময় আইপিএল চেয়ারম্যান ললিত মোদি স্পষ্ট জানিয়েছিলেন, ‘গভর্নিং কাউন্সিলের নিয়ম সবার জন্য সমান, কেউই এর বাইরে নয়।’

এক বছরের নিষেধাজ্ঞা শেষে ২০১১ সালে কোচি টাস্কার্স কেরালার হয়ে আইপিএলে ফেরেন জাদেজা। আর পরের বছরই চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে নিজেকে নতুন উচ্চতায় তুলে ধরেন। ক্যাপ্টেন কুল ধোনির তত্ত্বাবধানে হয়ে ওঠেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডারদের একজন।

এখন আবারও রাজস্থান রয়্যালস যদি সত্যিই জাদেজাকে ফেরানোর পথে এগোয়, তাহলে আইপিএল ইতিহাস হয়তো দেখবে এক নাটকীয় পুনর্মিলন। ১৫ নভেম্বরের রিটেনশন ডেডলাইন ঘনিয়ে আসছে, আর সেই সঙ্গে বাড়ছে কৌতূহলও। ‘সুপার জাডু’ কি ফিরবেন নিজের প্রথম আইপিএল ঘরে? নাকি চেন্নাইয়ের হলুদই থাকবে তাঁর চূড়ান্ত ঠিকানা?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link