রংপুরের আস্থার প্রতিদান দেবেন তো সোহান!

নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্স যার উপর চোখ বন্ধ করে ভরসা করে। তিনিও সেই আস্থার প্রতিদান দিয়ে আসছেন বিগত বছরগুলোতে। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর প্রাপ্তিযোগ ঘটেনি এখনও। পাননি ঘরোয়া আসরের শ্রেষ্ঠত্ব। তবে এবার কি সেই আক্ষেপ ঘুচবে তাঁর?

নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্স যার উপর চোখ বন্ধ করে ভরসা করে। তিনিও সেই আস্থার প্রতিদান দিয়ে আসছেন বিগত বছরগুলোতে। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর প্রাপ্তিযোগ ঘটেনি এখনও। পাননি ঘরোয়া আসরের শ্রেষ্ঠত্ব। তবে এবার কি সেই আক্ষেপ ঘুচবে তাঁর? প্রস্তুতি আর সম্ভাবনার হিসাবটা কি বলছে?

অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহান যখন এই দলের দায়িত্ব পেয়েছিলেন, অনেকটা হাসির খোরাক হতে হয়েছিল। বড় দলের গুরুদায়িত্ব সামলানো তো আর সহজ কথা নয়। তবে সেই কঠিন কাজটা বেশ ভালোভাবেই সামলেছিলেন তিনি। দলও সেবার খেলেছিল প্লে-অফ।

এরপর থেকেই ক্যাপ্টেন সোহান রংপুরের সঙ্গে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। এখন পর্যন্ত ৪৯ ম্যাচে দলের দায়িত্ব সামলেছেন, জয় পেয়েছেন ৩২টিতে। এমনকি তাঁর হাত ধরে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর। তবে আক্ষেপ কেবল একটাই, তাঁর হাতে নেই বিপিএলের ট্রফি।

এবার আরও এক সম্ভাবনা উঁকি দিচ্ছে। নেতা হিসেবে এবারও তাঁকেই রেখেছে রংপুর রাইডার্স। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গোড়ালির চোটের কারণে আপাতত মাঠে নেই সোহান। সুস্থ হতে সময় বেঁধে দেওয়া হয়েছিল ১৫-২০ দিনের মতো। অর্থাৎ পরিপূর্ণ সেরে উঠতে এখনও প্রায় দুই সপ্তাহের মতো সময় লাগবে।

তবে মিরপুরে তাঁর আনাগোনাটা নিয়মিতই ঘটছে। ফিজিওর সঙ্গে পরামর্শ করছেন, মেডিকেল রিপোর্ট হাতে ছুটোছুটি করছেন। যত দ্রুত সম্ভব তাঁকে যে ফিরতে হবে মাঠে।

অবশ্য বিপিএল নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। ইনজুরি থেকে সেরে ওঠার পরও পর্যাপ্ত সময় পাবেন মাঠে নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য। তবে থেমে নেই রংপুর, চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম গড়েছে তারা।  এবার নিশ্চয় সোহানের নজর থাকবে অধরা ট্রফিটা ছুঁয়ে দেখার, সেই সম্ভাবনাও প্রবল। সাথে চেষ্টা থাকবে পরিপূর্ণ অর্থে রংপুরের আস্থার প্রতিদান সুদে-আসলে শোধ করার।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link