ঘরোয়া ক্রিকেটে রোহিত, অজানা কোহলির সিদ্ধান্ত!

দলে টিকে থাকতে হলে খেলতে হবে ঘরোয়া লিগগুলো। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এমন শর্ত বেঁধে দিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার সেই শর্ত পূরণ করলেন রোহিত, তবে কোহলির সিদ্ধান্ত এখনও অজানা।

দলে টিকে থাকতে হলে খেলতে হবে ঘরোয়া লিগগুলো। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এমন শর্ত বেঁধে দিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার সেই শর্ত পূরণ করলেন রোহিত, তবে কোহলির সিদ্ধান্ত এখনও অজানা।

টেস্ট এবং টি-টোয়েন্টিতে অবসরের পর থেকে দুজনের ওয়ানডে ভবিষ্যৎ নিয়েও শেষের গুঞ্জন ওঠে। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত-কোহলিকে ছেঁটে ফেলার জন্য উদ্যত হয় অনেকেই। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে দুজনে ফেরেন একসাথে।

শেষ হওয়া তিন ম্যাচের সেই সিরিজে ভারতের ২-১ ব্যবধানে হারের পরই নড়েচড়ে বসে বিসিসিআই। সেই সিরিজে যদিও রোহিত শর্মা ছিলেন দারুণ ছন্দে, ব্যাটে ছিল পরিচিত আগ্রাসন, ঝলসে উঠেছিলেন হিটম্যান রূপে। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারলেও শেষটাতে কোহলি ফিরেছিলেন নিজের স্বরূপে।

তবে ধারাবাহিকতা ধরে রাখতে চাইলে বেশি বেশি ম্যাচ খেলা জরুরি। আর যেহেতু কেবল ওয়ানডেতেই তারা খেলছেন, তাই আন্তর্জাতিক ম্যাচের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘদিন। আর খেলার মধ্যে না থাকাটা ধারাবাহিকতার উপর প্রভাব ফেলতে পারে।

তাই তো বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে তাদের উপস্তিস্থি বাধ্যতামূলক। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআই ইতিমধ্যে কোহলি ও রোহিত—দুজনকেই জানিয়ে দিয়েছে যে ভারতের হয়ে খেলতে হলে তাদের ঘরোয়া ক্রিকেটে নামতে হবে। বলা হয়েছে, ‘ যেহেতু তারা দুই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন, তাই ম্যাচ ফিট থাকতে ঘরোয়া ক্রিকেটই আবশ্যক।’

এই নির্দেশনার পর রোহিত শর্মা দ্রুত পদক্ষেপ নিয়েছেন। তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) জানিয়েছেন, তিনি আসন্ন বিজয় হজারে ট্রফিতে অংশ নিতে প্রস্তুত। এমনকি চাইলে সৈয়দ মুশতাক আলী টি-২০ টুর্নামেন্টেও খেলতে পারেন। অন্যদিকে, বিরাট কোহলির ঘরোয়া ম্যাচে অংশগ্রহণ নিয়ে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। বোর্ডের পক্ষ থেকেও তার অবস্থান নিয়ে কোনও স্পষ্ট বার্তা মেলেনি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link