ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ আসরে মাহেন্দ্র সিং ধোনি খেলবেন তো? সব সংশয় দূর করে উত্তরটা হতে পারে হ্যাঁ, আবারও মাঠে দেখা যাবে তাঁকে। রাঁচির রাস্তা আর জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম অন্তত সে কথাই বলে।
মাহেন্দ্র সিং ধোনির বয়স এখন ৪৪ সংখ্যায় দাঁড়িয়ে আছে। আরও প্রায় বছর পাঁচেক আগে থেকেই কানাঘুষা চলছে, এই বুঝি শেষ হলো ধোনির আইপিএল অধ্যায়। তবে প্রতি বছরই তিনি সবাইকে অবাক করে ফিরে এসেছেন মাঠে। এবারও সেই ইঙ্গিতই পাওয়া গেল।
ধোনি প্রতিদিন নিজের বাড়ি থেকে ১০ কিলোমিটার পাড়ি দিয়ে জেএসসিএ স্টেডিয়ামে যান। নিয়মমাফিক রুটিনে চলে তাঁর প্রতিদিনের অনুশীলন।

এ নিয়ে এক জেএসসিএ কর্মকর্তা বলেন, ‘গত দুই মাস ধরে ওনার রুটিন একদম নির্দিষ্ট। দুপুর দেড়টায় তিনি স্টেডিয়ামে আসেন, প্রথমে এক ঘণ্টা জিম করেন। তারপর প্যাড আপ করে দুই ঘণ্টা নেটে পাওয়ার-হিটিং প্র্যাকটিস করেন। যদি সেন্টার উইকেট খালি থাকে এবং কোনো ম্যাচ না থাকে, তিনি ম্যাচ সিমুলেশনও করেন। শেষে আধা ঘণ্টা সুইমিং করেন এবং সন্ধ্যা ৬টার দিকে স্টেডিয়াম ছাড়েন।’
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনির ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছিল। গত মৌসুমটা ছিল একেবারে ভুলে যাওয়ার মতোই। ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছিল তারা। এরপরই জোরালো হয় ধোনির অবসর নেওয়ার গুঞ্জন। তবে দলটির সিইও কাশি বিশ্বনাথন আশ্বাস দিয়েছেন, ‘না, এই আইপিএলের আগে ধোনি অবসর নিচ্ছেন না।’
ধোনিও অবসর নিয়ে কিছুই বলেননি। বরং ২০২৬ মৌসুমে মাঠে থাকার ইঙ্গিতই দিয়েছেন। তিনি বলেন, ‘সবকিছু নির্ভর করছে পরিস্থিতির উপর। আমার হাতে এখনও চার–পাঁচ মাস সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাড়াহুড়ো করার কিছু নেই।’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আসরেও ধোনি থাকছেন। চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে চাপিয়ে আবারও ক্রিকেট মাঠে নামবেন তিনি। এটা হয়তো ধোনি বলেই সম্ভব।











