ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট। ইতিহাসের নাম মুশফিকুর রহিম। প্রথমবারের মত বাংলাদেশের হয়ে একজন টেস্টের মঞ্চে শততম টেস্ট খেলতে নামবেন মিস্টার ডিপেন্ডেবল। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম আছে অপেক্ষায়। আগের টেস্টের একমাত্র ইনিংসে ২৩ রান করা মুশফিকুর রহিম কি পারবেন দারুণ এই মাইলফলকটা আরও স্মরণীয় করে রাখতে?
মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের নিজস্ব মেশিন আছে। তিনি যে মেশিনের মতই পরিশ্রম করে যেতে পারেন – সেই কথাটা তো বাংলাদেশের ক্রিকেট পাড়ায় কারোই অজানা নয়। বাকিদের শুরু করার আগেই শুরু হয় মুশফিকের অনুশীলন। ক্লান্ত বিধ্বস্ত পাখির মত সবাই যখন নীড়ে ফেরার তাড়ায় থাকেন, তখনও চলে মুশফিকের ব্যাট। জড় পদার্থ বোলিং মেশিনেরও হয়তো ক্লান্তি আসে, কিন্তু মুশফিকের কোনো ক্লান্তি নেই।
মুশফিক ক্যারিয়ারের এই পড়ন্ত বেলাতে এসেও নিজেকে ভেঙে চুড়ে গড়তে চান বারবার। পুরনো বিদ্যাও তো ঝালিয়ে নিতে হয়। আর মুশফিক তো ক্লাসের সেই ফার্স্ট বয় যার পড়া একদম ভাজা ভাজা না হলে মন ভরে না।

নিজের সীমাকে ছাপিয়ে যাওয়ার, নিজের রেকর্ডকেই ভাঙার এক অবিরাম লড়াই যেন তার জীবনের অংশ হয়ে গেছে। এই অধ্যবসায়েই তিনি এখন ইতিহাসের দোরগোড়ায়। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি পা রাখবেন এমন এক মাইলফলকে, যেখানে এর আগে কোনো বাংলাদেশি পৌঁছাতে পারেননি। আর সেই মাঠেই বরাবরের মত পরিশ্রমেও ফার্স্ট বয় মুশফিক।
২০০৫ সালে লর্ডসের পবিত্র সবুজে যখন ছোট্ট এক কিশোর টেস্ট ক্যাপ হাতে নেন, তখন হয়তো কেউই ভাবেননি—দুই দশক পর সেই ছেলেটিই হয়ে উঠবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়।
মাত্র আঠারো বছর বয়সে টেস্ট অভিষেক, শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লর্ডসে টেস্ট খেলার কৃতিত্ব, আর তারপর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলা—এ যেন এক অবিরাম আরোহনের গল্প।

দীর্ঘ এই যাত্রায় তিনি গড়েছেন অসংখ্য রেকর্ড। টেস্টে বাংলাদেশের একমাত্র ছয় হাজার প্লাস রান সংগ্রাহক তিনি। তার ব্যাটেই এসেছে দেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস—২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান।
সময়ের সঙ্গে তিনি বদলেছেন, কিন্তু বদলায়নি তাঁর একাগ্রতা। রঙিন পোশাককে বিদায় জানানোর পর এখন পুরো মনোযোগ লাল বলের ক্রিকেটে, যেখানে তিনি নিজেকে দেখছেন আরও পরিণত, আরও দৃঢ় এক সংস্করণে। শততম টেস্টেও যে ১০০-তে ১০০ পাওয়া চাই মুশফিকের, ক্লাসের ফার্স্ট বয় বলে কথা।










