প্রতিপক্ষের টপ অর্ডার ভাঙার কারিগর রিপন!

পাওয়ার প্লেতেই আফগানিস্তানের মেরুদণ্ড ভেঙে দিলেন রিপন মণ্ডল। আগুনে স্পেলে ধসিয়ে দিলেন প্রতিপক্ষের টপ অর্ডার। তাতেই আর সোজা হয়ে দাঁড়াতে পারল না আফগান শিবির।

পাওয়ার প্লেতেই আফগানিস্তানের মেরুদণ্ড ভেঙে দিলেন রিপন মণ্ডল। আগুনে স্পেলে ধসিয়ে দিলেন প্রতিপক্ষের টপ অর্ডার। তাতেই আর সোজা হয়ে দাঁড়াতে পারল না আফগান শিবির।

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচ। টসে জিতে প্রতিপক্ষ আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আর বল হাতে তুলে দেওয়া হয় রিপন মণ্ডলের।

তিনি যেন ব্রত হিসেবে নিয়েছেন, প্রতিপক্ষের টপ অর্ডারকে কোনোভাবেই মাথা তুলতে দেবেন না। নতুন বলে উইকেট শিকারি হিসেবে বিশ্বাসযোগ্যতা কুড়িয়েছেন আগেই। আজও সেই ধারায় পুনরাবৃত্তি ঘটালেন।

তৃতীয় বলের মাথায় ইমরান মিরকে সাজঘরের পথ দেখালেন রিপন। ওই ওভারে খরচা করলেন ছয় রান। নিজের দ্বিতীয় ওভারে ফিরে আসলেন আরও ধংসাত্মক রূপে। আফগানদের নির্ভরতার প্রতীক সেদিকুল্লাহ অটলকে ফেরালেন ওই ওভারের দ্বিতীয় বলে। এরপর তিন বল পরেই নূর রহমানকে দেখান ড্রেসিংরুমের পথ। ওভার শেষে এক রান দিয়ে ঝুলিতে ভরেন দুই উইকেট।

তবে তাতেও যেন তৃপ্তি মিটল না রিপনের। টানা তিন ওভার তাঁকে দিয়ে করিয়ে নিলেন আকবর আলী। তৃতীয় ওভারে উইকেট না পেলেও আগুনে বোলিংয়ে দিলেন মোটে এক রান। শেষমেষ চার ওভারে হাত ঘুরিয়ে মাত্র দশ রান দিয়ে নিজের ঝুলিতে পুরেছেন তিন উইকেট।

এরপর আর উঠে দাঁড়ানোর শক্তি ছিল না আফগানদের। রিপনের আগ্নেয়াস্ত্রের সামনে প্রথম সারির সৈন্যরাই অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে তখন। হংকংয়ের বিপক্ষেও টপ অর্ডারের দুই ব্যাটারকে ফিরিয়েছিলেন, এবার আফগানদের গুঁড়িয়ে নিজেকে বানালেন টপ অর্ডার ভাঙার কারিগর।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link