পাকিস্তান শাহিনসকে থামানোর সাধ্য নেই কারো!

আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পর্যদুস্ত করেছিল, এবার সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে স্রেফ ছেলেখেলায় মাতল পাকিস্তান শাহিনস। গ্রুপ পর্বে পরাক্রমশালী রূপে আবির্ভুত হয়েছে তারা। যেন তাদের থামানোর সাধ্য কারো নেই।

আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পর্যদুস্ত করেছিল, এবার সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে স্রেফ ছেলেখেলায় মাতল পাকিস্তান শাহিনস। গ্রুপ পর্বে পরাক্রমশালী রূপে আবির্ভুত হয়েছে তারা। যেন তাদের থামানোর সাধ্য কারো নেই।

আরব আমিরাত টসে জিতে বেছে নিয়েছিল ব্যাটিংটা। ওটাই যেন কাল হয়ে দাঁড়াল তাদের জন্য। পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে টাল সামলাতে না পেরে একেবারে মাটিতে পড়তে হল তাদের। কোন ব্যাটারই আর মাথা তুলতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন কেবল সৈয়দ হায়দার।

বল হাতে সুফিয়ান মুকিম যেন জাদু দেখালেন। চার ওভারে ১২ রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট। আহমেদ দানিয়াল, মাজ সাদাকাতরাও করেছেন জোড়া শিকার। আর তাতেই মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।

ফর্মে থাকা পাকিস্তানের জন্য এই রান যে একেবারেই তুচ্ছ। যদিও সাত রানে ওপেনার মোহাম্মদ নাইমকে ফিরতে হয়। তবে তাতে কিছুই যায় আসে নি উড়তে থাকা পাকিস্তানের। মাজ সাদাকাতের ঝড়ো ৩৭ রানের ইনিংস অনায়সে দলকে জয়ের বন্দরে নিয়ে আসে। আর তাতেই নয় উইকেট আর ৮৮ বলের পাহাড়সম ব্যবধানে আমিরাতকে উড়িয়ে দেয় পাকিস্তান।

সেই সঙ্গে টানা তিন ম্যাচ জিতে সবার আগে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে পা দিয়ে রাখল পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের আধিপত্য দেখাল তারা। নামের পাশে নেই কোন হার, এমনকি শক্তিশালী ভারতও পাত্তা পায়নি তাদের কাছে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link