প্রশ্নবাণে জর্জরিত গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই রোষানলের মুখে পড়েছেন গম্ভীর। প্রোটিয়াদের বিপক্ষে পরাজয়ের পর পরিসংখ্যানে বেশ বেগতিক অবস্থানে রয়েছেন ভারতীয় কোচ। শতকরা মাত্র ৩৬.৮৪ ভাগ জয় নিয়ে গম্ভীর আধুনিক সময়ে ভারতীয় কোচদের মধ্যে সবচেয়ে কম জয় পাওয়া টেস্ট কোচ।
সেই সূত্র ধরে যদি অবসান ঘটে গম্ভীর অধ্যায়ের, তবে কে পেতে যাচ্ছেন ভারতের পরবর্তী ‘মাস্টারমাইন্ড’ হওয়ার গুরুদায়িত্ব? আলোচনার চূড়ায় আছেন ৩ জন ব্যাক্তি।
- ভিভিএস লক্ষ্মণ

সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ এখন বোর্ডের সেন্টার অব এক্সিলেন্স (সিওই) এর প্রধান। বর্তমানে ভারতের অনুর্ধ্ব ১৯ দলের সাথে যুক্তরাজ্য সফরে রয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়েই তিনি ভারতের ব্যাক আপ হেড কোচ হিসেবে কাজ করেছেন।
২০২২ সালে, ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, এশিয়া কাপ এবং নিউজিল্যান্ড সিরিজ। এছাড়াও ২০২৩ সালে এশিয়ান গেমস ও জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার সাথে টি-টোয়েন্টি সিরিজেও তিনি এ দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে, তাঁর অধীনে ভারত এশিয়ান গেমসে স্বর্ণপদকসহ বেশিরভাগ ম্যাচই জয়লাভ করেছেন।
- রবি শাস্ত্রী

রবি শাস্ত্রী নামটি ভারতের টেস্ট ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ২০১৭ থেকে ২০২১ এ তাঁর অধীনে ভারত টেস্টে তাদের অবিস্মরণীয় দাপুটে সময় অতিবাহিত করেছেন। তাঁর অধীনে ভারত ৪৩ টি টেস্টের মধ্যে ২৫ জয় ও ৫ ড্রয়ের বিপরীতে হেরেছে কেবল ১৩ টি। জয় পেয়েছে শতকরা ৫৮.১ ভাগ। তাই নিঃসন্দেহে যোগ্য হিসেবেই তাঁর নাম রয়েছে সম্ভাব্য এ তালিকায়।
- অনীল কুম্বলে

এ তালিকায় রয়েছেন অনীল কুম্বলের নামও। ৫৫ বছর বয়সী সাবেক এই ভারতীয় ক্রিকেটার ২০১৬-১৭ সময়কালে ভারত দলকে এনে দিয়েছিলেন অনন্য সফলতা। তাঁর অধীনে ভারতীয় ক্রিকেট দল ১৭ টেস্টের মধ্যে ১২ জয় ও ৪ ড্র এর বিপরীতে হেরেছে কেবল মাত্র একটি তে! অবিশ্বাস্য হলেও তাঁর জয়ের শতকরা হিসেব ৭০.৬ শতাংশ!










