শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে শতক হাঁকিয়ে স্বরূপে ফেরার বার্তা দিয়েছিলেন বাবর আজম। তবে ধারাবাহিকতাটা খুঁজে পাচ্ছেন না কোনভাবেই। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে ফিরেছেন শূন্যরানেই। তাতেই পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেছেন বাবর।
শ্রীলঙ্কার দেওয়া ১৮৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান খেয় হারিয়ে ফেলে শুরুতেই। প্রত্যাশা ছিল বাবর হয়তো কিছু করবেন, আগের ম্যাচেই যে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। তবে এ যাত্রায় ব্যর্থ হতে হলো তাঁকে।

ব্যাট হাতে দুই বলে শূন্য করেই ফিরে যান সাজঘরে। প্রত্যাশার ছিটেফোঁটাও যে পারলেন না মেটাতে, বরং দলের বিপর্যয় বাড়ালেন আরও একবার। এই আউটের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি২০তে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ডাকের মালিক এখন তিনি। অবশ্য এই আসন ভাগাভাগি করতে হয়েছে সায়িম আইয়ুব এবং উমর আকমলের সঙ্গে। তাদের তিনজনেরই শূন্যের সংখ্যা ১০টি।
ফর্মহীনতায় দল থেকে বাদ পড়ে আবারও ফিরে এসেছেন। তবে পুরনো বাবরের তেজটা আর ফেরাতে পারলেন কই? এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে তাঁর সংগ্রহ ২২.৫ গড়ে মাত্র ৯০ রান, এর মধ্যে ডাক সংখ্যা আছে দুইটি। স্ট্রাইকরেইটও ১১৩.৯২। পরিসংখ্যান যে তাঁর নামের পাশে বড্ড বেমানান।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দেখাবে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাবর এই ম্যাচে নিশ্চয়ই নিজেকে মেল ধরতে চাইবেন। সামনেই যে বিশ্বকাপ, দলের স্বার্থে নিজেকে খুঁজে পাওয়া যে বড্ড বেশি দরকার তাঁর।










