ম্যাজিশিয়ান কুলদ্বীপ যাদব

এর মধ্যে ইয়ানসেন ও ব্রিজকির ৯৭ রানের জুটিটা দক্ষিণ আফ্রিকাকে আবার ম্যাচে ফেরানোর মতোই ছিল। কিন্তু, সেই উৎসব মাটি করে দেন কুলদ্বীপ। শেষ তিন উইকেটে যোগ হয় আরও ১০৪ রান। তবুও শেষ পর্যন্ত সেটা যথেষ্ট হল না।

কুলদ্বীপ যাদব সম্ভবত জাদু জানেন, না হলে কি করে তিনি এমন টাইট ম্যাচে একই ওভারে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে দেবেন! শেষ পর্যন্ত রাঁচিতে ৩৪৯ রান করেও যে ভারত মাত্র ১৭ রানে জিততে পারল, সেটা সম্ভব হয়েছে কুলদ্বীপের জন্যই।

১০ ওভারে ৬৮ রান দিয়ে কুলদ্বীপ নেন চারটি উইকেট। এর মধ্যে জোড়া আঘাত হানেন তিনি ৩৪ তম ওভারে। দুই সেট ব্যাটার মার্কো ইয়ানসেন ও ম্যাথু ব্রিজকিকে তিনি ফিরিয়ে দেন এক বলের ব্যবধানে। মাত্র ১১ রানে তিন উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে তখন স্বপ্ন দেখাচ্ছিলেন এই দু’জন, ৯৭ রানের জুটি গড়েছিলেন, রান রেটের সাথে পাল্লা দিচ্ছিলেন।

কিন্তু, পথের কাঁটা হয়ে দাঁড়ালেন কুলদ্বীপ। শেষে করবিন বশ দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু, তাতে শেষ রক্ষা হয়নি দক্ষিণ আফ্রিকার। বিরাট কোহলির অনন্য এক সেঞ্চুরি পাওয়ার দিনে জয় দিয়ে সিরিজ শুরু করেছে ভারত। ম্যাচ সেরার পুরস্কার কোহলির হাতে উঠলেও বোলিংয়ের নায়ক কুলদ্বীপই।

বোর্ডে বড় রান জড়ো করার পর প্রথমেই দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ছিন্নভিন্ন করে দিয়েছিলেন হার্ষিত রানা। একে একে বড় নামরা ফিরে গেলে ইনিংসে প্রাণ ফেরাতে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। ছোট্ট ইনিংস হলেও দারুণ কিছু শট খেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে থামান ওই কুলদ্বীপ।

এর মধ্যে ইয়ানসেন ও ব্রিজকির ৯৭ রানের জুটিটা দক্ষিণ আফ্রিকাকে আবার ম্যাচে ফেরানোর মতোই ছিল। কিন্তু, সেই উৎসব মাটি করে দেন কুলদ্বীপ। শেষ তিন উইকেটে যোগ হয় আরও ১০৪ রান। তবুও শেষ পর্যন্ত সেটা যথেষ্ট হল না।

Share via
Copy link