ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মৌসুমের মেগা অকশনে উপেক্ষিত ছিলেন বিশ্বের বহু তারকা। সেই তালিকায় আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও। তবে এবার বোধহয় আলোর মুখ দেখতে যাচ্ছেন বেশ কিছু ক্রিকেটার। আসন্ন ২০২৬ আইপিএল মিনি অকশন থেকে কপাল খুলতে পারে অনেকের।
নতুন চক্রের প্রথম বছর যেতে না যেতেই বিভিন্ন দল থেকে একের পর এক রিটেনশন আর রিলিজের ঘোষণা আসা শুরু হয়ে গিয়েছে। বহু ক্রিকেটার খুঁজে পেয়েছেন তাদের নতুন ঠিকানা। তবুও বেশ কিছু দল রয়েছে যারা তাদের অসম্পূর্ণ জায়গাগুলো আসন্ন মিনি নিলামের মাধ্যমে পূরণ করতে যাচ্ছে। এতেই সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে।
- বেন ডাকেট
ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। চলমান বছরে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ ম্যাচ খেলে ১৬৯.৬০ স্ট্রাইক রেটে ২১২ রান করেছেন। হাঁকিয়েছেন দু’খানা অর্ধ শতক। যেকোনো পরিস্থিতি কিংবা যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই ডাকেট তাঁর অগ্নিরূপে জ্বলে উঠতে পারেন।

এছাড়াও উইকেটের পিছনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করতে পারেন। কলকাতা নাইট রাইডার্স তাদের কুইন্টন ডি কক কিংবা রাহমানুল্লাহ্ গুরবাজের বিকল্প হিসেবে ডাকেটকে দলে নিতে পারে। এছাড়া দিল্লি ক্যাপিটালসও ফাফ ডু প্লেসিস কিংবা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এর বদলি হিসেবে দলে নিতে পারে এই বিধ্বংসী ইংলিশ ব্যাটারকে।
- ম্যাট হেনরি
বিগত বছর দেড়েক ধরেই ম্যাট হেনরি যেন নতুন বলে এক দুর্নিবার শক্তি হয়ে উঠেছে। পাওয়ার-প্লেতে তাঁর দুই-তিন ওভারের সুশৃঙ্খল লাইন-লেন্থ কিংবা ম্যাচের শুরুতেই উইকেটের পতন ঘটিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলা- এই গুণগুলোই প্রভাবক হতে তার আইপিএল দল পাওয়ার ক্ষেত্রে।

টি-টোয়েন্টিতে হেনরি ১৮ ম্যাচে প্রতি ১৩.৪ রান খরচায় তুলে নিয়েছেন ৩১ টি উইকেট। হেনরিকে দলে ভিড়িয়ে কলকাতা নাইট রাইডার্স, গুজরাট টাইটান্স কিংবা বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের পেসার ঘাটতি পূরণ করতে চাইবে। চাহিদা থাকায় চড়া দামও পেতে পারেন হেনরি।
- মাইকেল ব্রেসওয়েল

মাইকেল ব্রেসওয়েল গত কয়েক বছর ধরেই সাদা বলের ক্রিকেটে নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে উঠেছেন। মাঝের ওভারে নিয়ন্ত্রিত বোলিং স্পেলে তিনি উইকেট শিকারে ওস্তাদ। পাশাপাশি ছয় কিংবা সাত নাম্বারে নেমে দক্ষভাবে ইনিংস শেষ করতেও তিনি বেশ পটু। ২০২৫ সালে তিনি ৩১ ইনিংসে ১৪৬.৪ স্ট্রাইকরেটে ৫৩৬ রান করেছেন। বল হাতে ড্রেসিং রুমে ফিরিয়েছেন ২৩ জন ব্যাটারকে। পাঞ্জাব কিংস বা রাজস্থান রয়্যালসের মতো দলগুলো এবার ব্রেসওয়েলকে দলে নিতে চাইতে পারে। কেননা তাদের প্রত্যেকের রয়েছে অলরাউন্ডার ঘাটতি।
- মুস্তাফিজুর রহমান

বুদ্ধিদীপ্ত বোলিং আর স্লোয়ারের মিশেলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এক অতি পরিচিত মুখ। এই বছরে ১৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে উইকেট নিয়েছেন ২৩টি। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে তাঁর ইকোনমি। এ বছরে যা কেবল মাত্র ৬.১৯। গড়ও ২০ এর নিচে। চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতো দলগুলো তাঁকে স্কোয়াডে নিয়ে তাদের বিদেশি ফাস্ট বোলারের কোটা পূরণ করতে চাইবে।










