আইপিএলের নিলামে ভবিষ্যতের তারকাদের তুমুল চাহিদা

নতুন মৌসুমের আগে আইপিএলের ফ্র‍্যাঞ্চাইজিগুলোর নজর এখন ভবিষ্যতের তারকাদের দিকে। পারফরম্যান্স, সম্ভাবনা আর সাহসী ক্রিকেট - এই তিনের মেলবন্ধনে কয়েকজন তরুণ ক্রিকেটার ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নতুন মৌসুমের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র‍্যাঞ্চাইজিগুলোর নজর এখন ভবিষ্যতের তারকাদের দিকে। পারফরম্যান্স, সম্ভাবনা আর সাহসী ক্রিকেট- এই তিনের মেলবন্ধনে কয়েকজন তরুণ ক্রিকেটার ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

  • সেদিকুল্লাহ অটল (আফগানিস্তান)

আফগানিস্তান ক্রিকেট ধারার নতুন সংযোজন সেদিকুল্লাহ অটল। কাবুল প্রিমিয়ার লিগে এক ওভারে সাতটি ছক্কাসহ ৪৮ রান অটলের ব্যাটিং দক্ষতা ও আগ্রাসনের একটি উল্লেখযোগ্য  পরিচায়ক। গত বছর এমার্জিং এশিয়া কাপে ১৪৭.৭৯ স্ট্রাইকরেটে ৩৮৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

চলতি বছর ৩৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩১.৭৮ গড় এবং ১৪১.৫৬ স্ট্রাইকরেট নিয়ে ১০৪৯ রান করেন অটল। দিল্লি ক্যাপিটালস, দুবাই ক্যাপিটালস এবং এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপ টাউনের জার্সিতেও নিজেকে মেলে ধরেছেন তিনি। আইপিএল ২০২৬ এর মিনি নিলামে তাঁর মূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি।

  • টিম রবিনসন (নিউজিল্যান্ড)

চাপের মুহুর্তে নিজেকে প্রমাণ করা এক দক্ষ উদীয়মান কিউই ব্যাটার টিম রবিনসন। অক্টোবরে মাউন্ট মঙ্গানুইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় রানে তিন উইকেটের বিপর্যয়ে ব্যাট হাতে মাঠে নেমে ৬৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে সুপার স্ম্যাশে ৬৪ বলে ১৩৯ রান এবং ক্যান্টারবারির বিপক্ষে ৫৬ বলে ৮৬ রান, এ দু’টি ইনিংসই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে দেয়। আইপিএল নিলামে তাঁর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি।

  • ট্রিস্টান লুইস (দক্ষিণ আফ্রিকা)

২০২৪ অনূর্ধ্ব ঊনিশ বিশ্বকাপে ইনজুরির রিপ্লেসমেন্ট হিসেবে দলে ঢুকে পাঁচ ম্যাচে সাত উইকেট নেন ট্রিস্টান লুইস। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ডেল স্টেইনের অ্যাকশনে বল করা এই উদীয়মান প্রোটিয়া ইতোমধ্যে এমআই কেপ টাউন ও এমআই নিউইয়র্ক এর হয়ে খেলেছেন। নিলামে তাঁর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি।

  • জ্যাক ফকস (নিউজিল্যান্ড)

লম্বা গড়ন, নিখুঁত সুইং আর ধারাবাহিকতার মিশেলে ক্রিকেট বিশ্বে নজর কাড়ছেন জ্যাক ফকস। ২০২২-২৩ সুপার স্ম্যাশে ক্যান্টারবারির হয়ে ১৫.৩৩ গড়ে এবং ৭.৩৬ ইকোনমিতে ১২ উইকেট শিকার করেন তিনি। পরের মৌসুমেও ড্রেসিং রুমে ফেরান ১৪ জন ব্যাটারকে।

ব্যাটিং করেছেন ১৫০ স্ট্রাইকরেটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে ১৭ ম্যাচে ১৮ উইকেট নেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে ৭৫ রান দিয়ে ৯ উইকেট নেওয়ার মাধ্যমেই বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেন তিনি। তাঁর সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি।

  • আরব গুল (আফগানিস্তান)

আফগান স্পিনার মানেই আইপিএলের চিরন্তন আগ্রহ। সেই ধারায় নতুন নাম আরব গুল। মাত্র ১৯ বছর বয়সেই লাল বলের ক্রিকেটে ১৫ ম্যাচে ৫৭ উইকেট শিকার করেছেন তিনি। ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৯ জনকে ড্রেসিং রুমে ফিরিয়েছেন গুল। রশিদ খানের মতো অ্যাকশনে বল করা এই স্পিনার ইতোমধ্যে আইএলটি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। আইপিএলে তাঁর ন্যূনতম মূল্য ৪০ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link