সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতীয় ব্যাটাররা রীতিমতো তাণ্ডব চালিয়েছিল, তুলেছিল রেকর্ড ৪৩৩ রান। তবে পাকিস্তানের কোয়ালিটি বোলারের বিপক্ষে স্রেফ অসহায় হতে হলো একই ব্যাটিং লাইনআপকে। গুটিয়ে গেল ২৪০ রানে।
যুব ওয়ানডে এশিয়া কাপের সবচেয়ে জমজমাট লড়াই, ভারত-পাকিস্তান দ্বৈরথ। উত্তেজনার সবটা নিয়ে মাঠে নেমেছিল দুই দল। আগে ব্যাট করতে নামা ভারতের হয়ে আজ বৈভব সুরিয়াভানশির ব্যাট আলো জ্বালানোর আগেই নিভে যায়। আরেক উঠতি তারকা আয়ুশ মাহাত্রে পারেননি ইনিংসটাকে বড় করতে।

তবে ভারতের দুই তুরুপের তাস সাজঘরে ফিরলেও দায়িত্ব কাঁধে নিলেন অ্যারন জর্জ। ভবিষ্যতের তারকা হওয়ার সব গুণই তাঁর মধ্যে আছে। আজও সেই ঝলকটায় দেখালেন। প্রতিপক্ষ বোলারদের সামনে ঢাল হয়ে আগলে রাখলেন দলকে। শেষ পর্যন্ত ৮৫ রানে ফিরতে হলো তাঁকে। শতক হাতছাড়ার আক্ষেপটা সঙ্গী হলো কেবল।
তাঁর বিদায়ের পর আবারও ছন্দ হারায় ভারত, কানিষ্ক চৌহান ৪৬ রানের প্রতিরোধ গড়লে বাকিরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। তাতেই ২৪০ রানেই যবনিকা পতন ঘটে ভারতের ইনিংসের।

নিজেদের প্রথম ম্যাচে এই ভারতই ছেলেখেলা করেছিল আরব আমিরাতের বোলারদের নিয়ে। ৪৩৩ রানের পাহাড় গড়ে জানান দিয়েছিল নিজেদের শক্তিমত্তা। তবে পরীক্ষা ছিল এই ম্যাচে, পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে কি একই রূপ দেখতে পারবে তো? সেখানেই ঢাহা ফেল করে বসল ভারতের ব্যাটিং লাইনআপ।











