মানহীন তারকাদের উপরই আস্থা রাখবে বিপিএলের দলগুলো!

প্রতিবারের মতোই এবারও কি মানহীন বিদেশিদের নিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ? সময়ের সাথে সাথে এই আশঙ্কা জোরালো হচ্ছে। মূলত শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজটাই কাল হয়ে দাঁড়িয়েছে বিপিএলের জন্য। 

প্রতিবারের মতোই এবারও কি মানহীন বিদেশিদের নিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ? সময়ের সাথে সাথে এই আশঙ্কা জোরালো হচ্ছে। মূলত শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজটাই কাল হয়ে দাঁড়িয়েছে বিপিএলের জন্য।

বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা বেড়েছে। অর্থের মোহে নামজাদা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন সেই সব লিগে। পাল্লা দিয়ে বাড়ছে তাদের চাহিদা। তবে বিপিএল সেই সব লিগের সাথে পাল্লা দিতে না পেরে ক্রমশ জৌলুস হারিয়ে ফেলছে।

শুধু তাই নয়, প্রতিবারই জটিল সময়সূচীর সাথেও লড়াই করতে হয় বিপিএলকে। বিগ ব্যাশ, এসএ টি-টোয়েন্টি এসবের সাথে আন্তর্জাতিক শিডিউলের চাপ সবকিছুর মাঝেই মাঠে গড়ায় বিপিএল। ফলে বড় তারকাদের কাছে বাংলাদেশের মাটিতে বিপিএল খেলার আগ্রহটা কম থাকে। এবছরেও তাঁর ব্যতিক্রম ঘটেনি।

তবে বিপিএলকে বরাবরই স্বস্তি এনে দেন পাকিস্তানি ক্রিকেটাররা। প্রতিবারই নিয়মিত মুখ তারা। এবছরেও পাকিস্তানিদের আধিক্য বেশি প্রতিটা দলে। সেই সাথে যুক্ত হয়েছে শ্রীলঙ্কার বেশ কিছু তারকা ক্রিকেটার। এই পর্যন্ত সব ঠিকঠাক এগোচ্ছিল, তবে বাদ সাধল ওই শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজটাই।

আগামী সাত জানুয়ারি পাকিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। একদম বিপিএলের মাঝপথে হতে যাওয়া এই সিরিজের জন্য দুই দেশের বোর্ড তাদের খেলোয়াড়দের এক সপ্তাহর মতো অনাপত্তিপত্র দিচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় এই সিরিজে গুরুত্বটাও যে বড়।

এখন চাইলেই বিপিএলের দলগুলো হুট করেই সব নামিদামি খেলোয়াড়দের নিয়ে আসতে পারবে না। হয়তো শেষ অংশে দুই-তিনজন তারকা ক্রিকেটারের আগমন ঘটতে পারে। তবে পুরো আসরে যে মানহীন সব বিদেশিদের নিয়েই মাঠের লড়াই চালাতে হবে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link