২০২৫ সালে, ভারতের ওয়ানডে ফিরিস্তি

ভারতের যে গোটা ২০২৫ সালটা ভাল কেটেছে, তা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। চলতি বছরে ওয়ানডেতে ভারতের আধিপত্য আর দাপট ছিল চোখে পড়ার মত।

ভারতের টানা দুইটি আইসিসি শিরোপা জয়ের কৃতীত্ব পূরণ হয় ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফি জয়ের মধ্য দিয়ে। অতএব তাদের যে গোটা ২০২৫ সালটা ভাল কেটেছে, তা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। চলতি বছরে ওয়ানডেতে ভারতের আধিপত্য আর দাপট ছিল চোখে পড়ার মত। বোলিংয়ে তরুণ হার্শিত রানার ঝলক ছাপিয়ে, ব্যাটিংয়ে এখনও বিরাট কোহলি দৃঢ়তার ধ্রুব সত্য।

চলতি বছরে ১৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত। সেখানে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচ ম্যাচও রয়েছে। যেখানে আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। তার হাতেই উঠেছিল শিরোপা। এরপর অধিনায়কত্বে পালাবদল আসে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে নানারকম জলঘোলা হতে শুরু করে।

এরপরই ওয়ানডে দল নেতৃত্বের গুরুদায়িত্ব স্থানান্তর করা হয় শুভমান গিলের হাতে। নিজের প্রথম অ্যাসাইনমেন্টে অবশ্য শুভমানকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। অস্ট্রেলিয়ার বুকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ হারলেও সিরিজ ঠিকই নিজেদের করে নিয়েছিল টিম ইন্ডিয়া।

ওই তিন পরাজয় ভারতের এ বছরের গ্লানির ফিরিস্তি। ১১ খানা ম্যাচেই তারা পেয়েছে জয়ের দেখা। যার অধিকাংশ সময়ে কিংবদন্তি বিরাট কোহলির ব্যাটই বনে গিয়েছিল তরবারী। তিন সেঞ্চুরিতে বছরজুড়ে ৬৫১ রান এসেছে বিরাটের ব্যাট থেকে। ২০২৫ সালে তিনিই ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুইয়ে আছেন রোহিত শর্মা ৬৫০ রান নিয়ে।

যাদের নিয়ে জল্পনা-কল্পনার বীজ ছড়িয়েছিল, তারাই এখনও ভারতের ব্যাটিংয়ের অন্যতম কাণ্ডারি। তবে বোলিং আক্রমণে এসেছে পরিবর্তন। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ২০ উইকেট নিয়ে উপরের দিকেই আছেন হার্শিত রানা। কুলদ্বীপ যাদব ১৯ উইকেট নিয়ে ঠিক তার নিচেই করছেন অবস্থান।

ঠিক এখানেই বরং জেগেছে প্রশ্ন। পালাবদলের ভয়াল সময়ের জন্য ভারত দল প্রস্তুত তো? যদিও তরুণ ক্রিকেটাররা ইতোমধ্যেই দায়িত্ব নিতে শুরু করে দিয়েছেন। আর তাদের সক্ষমতা ও কোয়ালিটির উপর নিশ্চয়ই প্রশ্ন তোলার অবকাশ নেই। ২০২৬ সালটা ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ২০২৭ বিশ্বকাপের স্কোয়াড আগেভাগেই গুছিয়ে ফেলতে চাইবে ভারত।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link