টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনারদের গল্প

ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে শুধু প্রতিভা নয়, প্রয়োজন অসীম ধৈর্য, মানসিক দৃঢ়তা আর দিনের পর দিন নিজেকে নিংড়ে দেওয়ার ক্ষমতা। আর এ কঠিন পরীক্ষায় স্পিনারদের পথটা আরও বন্ধুর। প্রতিকূল উইকেট, নির্লিপ্ত কন্ডিশন আর ব্যাটারদের ধৈর্য্যের বিপক্ষে লড়াই করেই তাদের তৈরি করতে হয় নিজেদের রাজত্ব।

ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে শুধু প্রতিভা নয়, প্রয়োজন অসীম ধৈর্য, মানসিক দৃঢ়তা আর দিনের পর দিন নিজেকে নিংড়ে দেওয়ার ক্ষমতা। আর এ কঠিন পরীক্ষায় স্পিনারদের পথটা আরও বন্ধুর। প্রতিকূল উইকেট, কঠিন কন্ডিশন আর ব্যাটারদের ধৈর্য্যের বিপক্ষে লড়াই করেই তাদের তৈরি করতে হয় নিজেদের রাজত্ব। প্রায় দেড় শতাব্দীর টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনারদের নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

৫. রবিচন্দ্রন অশ্বিন (৫৩৭ উইকেট)

ভারতীয় স্পিন আক্রমণে আধুনিক যুগে প্রধান স্তম্ভ ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে ১০৬ ম্যাচে ২০০ ইনিংস বোলিং করে তাঁর সংগ্রহ ৫৩৭ উইকেট। ঘরের মাটিতে ৩৮৩ টি উইকেটের পাশাপাশি বিদেশের মাটিতে ৪১টি টেস্ট ম্যাচে ১৫৪ বার ব্যাটসম্যানকে ড্রেসিং রুমে ফিরিয়েছেন তিনি। তিনি লাল বলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ টি ফাইফারের মালিক।

৪. নাথান লায়ন (৫৬৪* উইকেট)

অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অফ স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাথান লায়ন। বর্তমানে টেস্ট ক্রিকেটে পাঁচ শতাধিক উইকেট শিকার করা বোলারদের মধ্যে একমাত্র তিনিই সক্রিয়। ৩০.১৪ বোলিং গড় এবং ৬১.৪২ স্ট্রাইকরেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার সেরা বোলারদের তালিকায় নিজের নাম কে স্থায়ী করে ফেলেছেন।

৩. অনিল কুম্বলে (৬১৯ উইকেট)

টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম এক কিংবদন্তি অনিল কুম্বলে। ১৮ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার শেষে ভারতের সাবেক এ অধিনায়কের সংগ্রহ ৬১৯টি উইকেট। অবসরলগ্নে তিনি ছিলেন টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর বোলিং গড় ২৯.৬৫। তাঁর নামের পাশে রয়েছে ৩৫ টি ফাইফার নেওয়ার কৃতিত্ব।

২. শেন ওয়ার্ন ( ৭০৮ উইকেট)

স্পিন বোলিংটাকে এক প্রকার শিল্পে রূপ দেওয়া শেন ওয়ার্ন ছিলেন টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট ছোঁয়া প্রথম ক্রিকেটার। ১৪৫ টি টেস্টে ২৭৩ ইনিংস বোলিং করে তাঁর উইকেট সংখ্যা ৭০৮। বোলিং গড় ২৫.৪১ এবং স্ট্রাইকরেট ৫৭.৪২। পরিসংখ্যানই বলে দেয় ক্যারিয়ার জুড়ে বল হাতে তাঁর আধিপত্যের গল্প।

১. মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট)

টেস্ট ক্রিকেটে স্পিন বোলিংয়ের চূড়ান্ত সংজ্ঞা যিনি দিয়েছেন, তিনিই মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ টেস্টে মাত্র ২৩০ ইনিংসে বোলিং করে গোটা ৮০০ খানা উইকেট তুলে নিয়েছেন তিনি। তাঁর বোলিং গড় মাত্র ২২.৭২। ফাইফার নিয়েছেন ৬৭ বার। এমনকি সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতেও তিনি ছিলেন অত্যন্ত কার্যকর। মাত্র ২৩ টেস্টেই নিয়েছেন ১২৫ টি উইকেট। প্রতিপক্ষ, কন্ডিশন কিংবা পরিস্থিতি – কোনো কিছুই তাঁকে থামাতে পারে নি।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link