বিপিএলের মাঝেই বিশ্বকাপের প্রস্তুতি

২৬ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ২৩ জানুয়ারি শেষ হবে বিপিএল। টুর্নামেন্ট শেষ হওয়ার পাঁচ দিন পর, ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ব্যাঙ্গালুরুতেই প্রথমে পৌঁছে সেখান থেকে কলকাতায় যাবে দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। বিপিএল শেষ হওয়ার আগেই নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে নিয়ে জাতীয় দলের কোচ ফিল সিমন্স একটি ছোট ঘরোয়া ক্যাম্প শুরু করবেন।

২৬ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ২৩ জানুয়ারি শেষ হবে বিপিএল। টুর্নামেন্ট শেষ হওয়ার পাঁচ দিন পর, ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ব্যাঙ্গালুরুতেই প্রথমে পৌঁছে সেখান থেকে কলকাতায় যাবে দল।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিব জানিয়েছেন, যাদের বিপিএল আগে শেষ হবে, তাদের নিয়ে প্রধান কোচ সিমন্স আগে কাজ শুরু করবেন। এর অর্থ হল, যারা শেষ চারে যেতে পারবে না, কিন্তু জাতীয় দলের সম্ভাব্য স্কোয়াডে আছে—তাদের নিয়ে দু-তিন দিনের একটি ক্যাম্প হবে।

শেষ চারে যারা যাবেন, তাঁরা সেই অর্থে বিশ্বকাপের আগে দেশে কোনো ক্যাম্প পাচ্ছেন না। ব্যাঙ্গালুরুতে পৌঁছে দল দু’টো প্রস্তুতি ম্যাচ খেলবে। দুই ফেব্রুয়ারি প্রতিপক্ষ নামিবিয়া, চার ফেব্রুয়ারি লিটনরা খেলবেন আফগানিস্তানের বিপক্ষে।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাঙ্গালুরুতেই হবে এই প্রস্তুতি ম্যাচগুলো। যদিও বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচের তিনটিই অনুষ্ঠিত হবে কলকাতায়। সাত ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।

Share via
Copy link