বিশ্বকাপ দলেই নেই শুভমান গিল

ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে শুভমান গিলের নাম নেই। একই সাথে সহ-অধিনায়ক হিসেবেই ছাটাই হয়েছেন তিনি। তাঁর জায়গায় দলে এসেছেন ঈশান কিষাণ। বিশ্বকাপের আগে এটা ভারতের জন্য বিরাট একটা চমকই বটে।

ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে শুভমান গিলের নাম নেই। একই সাথে সহ-অধিনায়ক হিসেবেই ছাটাই হয়েছেন তিনি। তাঁর জায়গায় দলে এসেছেন ঈশান কিষাণ। বিশ্বকাপের আগে এটা ভারতের জন্য বিরাট একটা চমকই বটে।

বিসিসিআইয়ের ঘোষণা করা দলে অক্ষর প্যাটেল পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দারুণ ফর্মের পুরস্কার পেলেন ঈশান। জিতেশ শর্মারও জায়গা হয়নি স্কোয়াডে। তবে, অধিনায়ক হিসেবে সুরিয়াকুমার যাদবই থাকছেন।

এর অর্থ হল সাঞ্জু স্যামসনই উইকেটের পেছনে দাঁড়াবেন, অভিষেক শর্মার সাথে ব্যাটিংয়ের ওপেনও করবেন তিনি। ফিনিশার হিসেবে রিঙ্কু সিং কিংবা ওয়াশিংটন সুন্দর, দু’জনই আছেন।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে। সেখান অনুষ্ঠিতব্য পাঁচ টি-টোয়েন্টিতে এই স্কোয়াডের পরীক্ষা হবে। ২০ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে সাত ফেব্রুয়ারি। বর্তম্যান চ্যাম্পিয়স ভারতের প্রথম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, খেলা হবে মুম্বাইয়ে।

গত এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টিতে ওপেন করছেন শুভমান গিল। তবে, সাম্প্রতিক ১৫ ইনিংসে কোনো হাফ-সেঞ্চুরি নেই, ফলে এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। নির্বাচকদের পরিকল্পনা ব্যর্থ হল, কারণ এই গিলকেই ভবিষ্যতের নেতা হিসেবে দেখছিল তাঁরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের স্কোয়াড: সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিশান (উইকেটরক্ষক)।

Share via
Copy link