সমালোচনার মাঝেও স্বস্তি ফিরল বিপিএলে!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) নিয়ে বিতর্ক, সমালোচনা তো কম হলো না। তবে খেলা মাঠে গড়াতে এক স্বস্তির সুবাতাস পাওয়া গেল। ব্রডকাস্টিং কোয়ালিটি থেকে দর্শকদের উন্মাদনা সবই যে চোখের আরাম হয়ে ধরা দিল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) নিয়ে বিতর্ক, সমালোচনা তো কম হলো না। তবে খেলা মাঠে গড়াতে এক স্বস্তির সুবাতাস পাওয়া গেল। ব্রডকাস্টিং কোয়ালিটি থেকে দর্শকদের উন্মাদনা সবই যে চোখের আরাম হয়ে ধরা দিল।

প্রতিবার বিপিএল নিয়ে দর্শকদের বড় রকমের প্রত্যাশা থাকে। থাকাটায় যে স্বাভাবিক বিষয়, এটা যে ঘরোয়ার সবচেয়ে বড় আসর। তবে বরাবই সে আশায় এক অর্থে জল ঢেলে দেওয়া হয়। এবারও শুরুটা বিতর্ক দিয়েই হয়েছিল।

দল নিয়ে অব্যবস্থাপনা, স্বচ্ছতার অভাব, শেষ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজমেন্ট বিতর্ক সবমিলিয়ে এক হযবরল অবস্থা। যা আরও একবার অশনি বার্তা দিচ্ছিল।

তবে মাঠের লড়াই শুরু হতেই ভিন্ন এক চিত্র দেখা গেল। বরাবরই ব্রডকাস্টিং কোয়ালিটি নিয়ে সমালোচনা থাকেই, অনুমেয় ছিল এবারেও তাই হবে। তবে তেমনটা হলো না, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে লাইভ গ্রাফিক্স সবকিছুতে এবার অন্তত সমালোচনার জায়গা নেই।

বিপিএল মানেই রানখরা, শুরুর ম্যাচে এ কথার কোন ভিত্তি থাকল না। সিলেটে দেখা গেল টি-টোয়েন্টির আদর্শ উইকেট। যা নিয়ে এক তৃপ্তির ঢেকুর তোলায় যায়। কমেন্ট্রি প্যানেলটাও বেশ শক্তপোক্ত, পেশাদারিত্বের এক নিদর্শন ফুটে উঠছে সেখানেও।

দর্শকদের আসা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। বিপিএলে যে আগের মতো ফিল পাওয়া যায় না। তবে সেখানেও স্বস্তি ফিরিয়ে দিল সিলেটবাসী। প্রথম ম্যাচেই কানায় কানায় পরিপূর্ণ গ্যালারি, উন্মাদনার কোন কমতি যেন নেই এখানে।

অনেক নেতিবাচকতার মাঝেও স্বস্তির বার্তা পাওয়া গেল মাঠের খেলায়। যতটা খাপছাড়া লেগেছিল মাঠের লড়াই শুরুর আগে, প্রথম ম্যাচ মাঠে গড়াতেই ইতিবাচকতার একটা ছাপ দৃশ্যমান হলো। এখন প্রত্যাশাটা আর কোন অঘটন না ঘটিয়ে আসরের সুন্দর এক সমাপ্তি হোক।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link