২৬ ম্যাচ পর শাদাব পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে সাদাবের অন্তর্ভুক্তি ছাড়াও বেশ কিছু পরিবর্তন রয়েছে। 

পাঁচ সিরিজ, এক টুর্নামেন্ট, মোট ম্যাচের সংখ্যা ২৬টি। প্রায় মাস ছয়েকের মধ্যে এতগুলো ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান, টি-টোয়েন্টি ফরম্যাটে। আর এই ২৬ ম্যাচ ধরে স্কোয়াডের বাইরে থেকেছেন সাদাব খান। অবশেষে তাকে স্কোয়াডে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে সাদাবের অন্তর্ভুক্তি ছাড়াও বেশ কিছু পরিবর্তন রয়েছে।

দলে নেই বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুইজন দলের বেশ গুরুত্বপূর্ণ সদস্য। তবে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে ব্যস্ত থাকছেন এই দুই ক্রিকেটার। এমনকি পুরো বিগ ব্যাশের জন্যই তারা চুক্তিবদ্ধ। সে কারণে তাদেরকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান।

তাদেরকে ছাড়া ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে রয়েছে শাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবকে রাখা হয়েছে স্কোয়াডে। তারা অবশ্য খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অতএব, জাতীয় দলের ডাকে সাড়া দিতে, বিপিএলকে মাঝপথে ছেড়ে যেতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের। তাতে করে বিদেশি খেলোয়াড় সংকট আরও প্রকট হবে দ্বাদশ বিপিএলে।

সেই সংকট আরও ঘনিভূত হচ্ছে সালমান মির্জাকে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করায়। তিনিও যে এবারের বিপিএলে অংশ নিয়েছেন, গায়ে চড়িয়েছেন ঢাকা ক্যাপিটালসের জার্সি। আগামী বছরের ৭-১১ জানুয়ারির মধ্যে তিন ম্যাচের সিরিজে মাঠে নামবে পাকিস্তান।

এই সিরিজ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে আসন্ন বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলার শেষ পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ। অতএব সেই বিশ্বকাপের স্কোয়াডে কাদের জায়গা হবে, কিংবা কারা ছিটকে যাবেন- সে সব কিছু নির্ভর করছে লঙ্কানদের বিপক্ষে সিরিজের উপর। কেননা চলতি বছর বেজায় ভাল কেটেছে পাকিস্তানের। ২০২৫ সালে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচের ২১টি ম্যাচই জিতেছে পাকিস্তান।

সালমান আলী আঘার নেতৃত্বাধীন দলটা রয়েছে সঠিক পথে। তারা এবার তাই শিরোপার অন্বেষণ চালাবে জোরেসোরে। সেই দলে শেষ অবধি শাদাব খান থাকবেন কি-না, সেই প্রশ্নের উত্তর শাদাবকেই মেলাতে হবে। অন্যদিকে বিকল্প দেখে নেওয়ার দারুণ সুযোগ পাকিস্তানের সামনে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link