আইপিএলে চড়া দামে আইএল টি-টোয়েন্টির তারকারা

১৬ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএল ২০২৬ মিনি নিলামের পর টুর্নামেন্টের উত্তাপ যেন আরও বেড়ে যায়। বিপুল অর্থে দল পাওয়া ক্রিকেটারেরা বৈশ্বিক মঞ্চে কেমন পারফর্ম করছেন সেই দিকেই যেন দৃষ্টিপাত করেন আইপিএল ফ্র‍্যাঞ্চাইজি ও ফ্র‍্যাঞ্চাইজির সমর্থকেরা। নিলামে চড়া দামে দল পাওয়া খেলোয়াড়দের চলমান আইএলটি-টোয়েন্টির পারফরম্যান্স নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

আইএল টি-টোয়েন্টির এবারের আসরের প্রথম রাউন্ড ইতোমধ্যে সমাপ্ত। ক্রিকেটীয় প্রতিযোগিতার এ আসর শুরু থেকেই ছিল রোমাঞ্চে ভরা। তবে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএল ২০২৬ মিনি নিলামের পর টুর্নামেন্টের উত্তাপ যেন আরও বেড়ে যায়। বিপুল অর্থে দল পাওয়া ক্রিকেটারেরা বৈশ্বিক মঞ্চে কেমন পারফর্ম করছেন সেই দিকেই যেন দৃষ্টিপাত করেন আইপিএল ফ্র‍্যাঞ্চাইজি ও ফ্র‍্যাঞ্চাইজির সমর্থকেরা।

নিলামে চড়া দামে দল পাওয়া খেলোয়াড়দের চলমান আইএলটি-টোয়েন্টির পারফরম্যান্স নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

  • পাথুম নিসাঙ্কা (৪ কোটি রুপি) 

গত আসরে ওপেনিং সমস্যা স্পষ্ট ছিল দিল্লি ক্যাপিটালসের। তাই নিলামে টপ অর্ডারে জোর দেয় অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন এই দল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ৪ কোটিতে দলে টানা হয় পাথুম নিসাঙ্কাকে।

আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টস এর হয়ে ছয় ইনিংসে ৪০.৫০ গড়ে ২৪৩ করেছেন লঙ্কান এই ওপেনার। স্ট্রাইকরেটটাও প্রায় ১৮৭!পরিসংখ্যানই বলে দেয় অনেকটা অল্প দামেই যোগ্য খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে দিল্লি।

  • জেসন হোল্ডার (৭ কোটি রুপি)

নিলামে তুলনামূলক নীরব ভূমিকা পালন করা গুজরাট টাইটান্স জেসন হোল্ডারকে দলে নেয় ৭ কোটিতে। আইএল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে হোল্ডারের সময়টা মোটেও ভালো যাচ্ছেনা।

ছয় ইনিংসে নয়ের নিচে গড়ে মাত্র ৫১ রান করেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে বল হাতে তিনি যেন ভিন্ন এক প্রতিচ্ছবি। সাত ইনিংসে ১০ উইকেট, ইকোনমি ৬.৮৫।

  • মুস্তাফিজুর রহমান (৯.২০ কোটি রুপি)

প্রায় ৬৪ কোটি রুপি নিয়ে নিলামে বসা কলকাতা নাইট রাইডারস দলে ভিড়িয়েছেন বেশ কয়েকজন দামি খেলোয়াড়কেই। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশি তারকা বোলার মুস্তাফিজও।

আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে মুস্তাফিজ প্রমাণ করেছেন কেন তাঁকে নিয়ে এত আগ্রহ। আট ইনিংসে ১৫ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৮.০৮ ইকোনমির পাশাপাশি স্ট্রাইকরেটটাও ছিল ১১। তাঁর এই ফর্ম নিশ্চিতভাবেই আশাবাদী করছে কেকেআর সমর্থকদের।

  • লিয়াম লিভিংস্টোন (১৩ কোটি রুপি)

নিলামের প্রথম রাউন্ডে অবিক্রীত থেকে যাওয়া লিয়াম লিভিংস্টোনকে অ্যাক্সেলারেটেড রাউন্ডে ১৩ কোটিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইএল টি-টোয়েন্টি তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে লিভিংস্টোন শুরুটা করেছিলেন দারুণভাবে। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ৮২ রানের বিধ্বংসী ইনিংস।

তবে এরপর যেন হারিয়ে গেলেন এই ইংলিশ অলরাউন্ডার। নয় ইনিংসে ২০০ রান, গড় মাত্র ২৫। বল হাতে তাঁর অবদান প্রায় নেই বললেই চলে। দুই ইনিংসে কোনো উইকেট না পাওয়া লিভিংস্টোনকে ঘিরে তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হায়দরাবাদ শিবির।

  • মাথিশা পাথিরানা (১৮ কোটি রুপি)

আইপিএল ২০২৬ মিনি নিলামের দ্বিতীয় সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার মাথিশা পাথিরানা। তাঁকে নিতে ১৮ কোটি রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স।

শ্রীলঙ্কার এই ডানহাতি পেসার আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামলেও সুযোগ পান সীমিত। মাত্র তিন ম্যাচ খেললেও পারফরম্যান্সে রেখেছেন নিজের ছাপ। তিন ইনিংসে পাঁচ উইকেট, ইকোনমি ৮.৫৮ এবং স্ট্রাইক রেট ১৪।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link