সময়ের বুকে লেখা বিরাট কোহলির অবিস্মরণীয় রাজত্ব

আধুনিক ক্রিকেটের অধিপতি বিরাট কোহলি যেন ক্যারিয়ার জুড়েই নিজের রঙে রাঙিয়ে যাচ্ছেন গোটা ক্রিকেট বিশ্ব। সেই রঙ ছড়ানোর ব্যাতিক্রম ঘটে নি ২০২৫ সাল জুড়েও। নেমেছেন, খেলেছেন, গড়েছেন একের পর এক রেকর্ড। আবারও ক্রিকেটপাড়ায় জানান দিয়েছেন কেন তিনি 'বিরাট কোহলি'। ভারতের জার্সি গায়ে ট্রফি জয়, ১৮ বসন্ত পেরিয়ে অবশেষে ব্যাঙ্গালুরুর ট্রফি খরা কাটানো - কি করেননি বিরাট এই বর্ষপঞ্জি জুড়ে!

আধুনিক ক্রিকেটের অধিপতি বিরাট কোহলি যেন ক্যারিয়ার জুড়েই নিজের রঙে রাঙিয়ে যাচ্ছেন গোটা ক্রিকেট বিশ্ব। সেই রঙ ছড়ানোর ব্যাতিক্রম ঘটে নি ২০২৫ সাল জুড়েও। নেমেছেন, খেলেছেন, গড়েছেন একের পর এক রেকর্ড।

আবারও ক্রিকেটপাড়ায় জানান দিয়েছেন কেন তিনি বিরাট কোহলি। ভারতের জার্সি গায়ে ট্রফি জয়, ১৮ বসন্ত পেরিয়ে অবশেষে ব্যাঙ্গালুরুর ট্রফি খরা কাটানো – কি করেননি বিরাট এই বর্ষপঞ্জি জুড়ে!

ভারতকে দিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ। আবার মে এর ১২তম দিনে বিদায় জানিয়েছেন লাল বলের ক্রিকেটটাকে। বছরের অনেকটা শেষলগ্নে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে শুরুতে হয়েছেন সমালোচনার শিকার, পরবর্তীতে আবার ‘বিরাটসুলভ’ পারফরম্যান্স দিয়ে স্তব্ধ করে দিয়েছেন সমালোচকদের। সব মিলিয়ে বিরাটের জন্য ২০২৫ সাল যেন ছিল অর্জন, বিদায় ও প্রত্যাবর্তনের মিশেল।

চ্যাম্পিয়নস ট্রফি তে পাকিস্তানের সাথে ম্যাচে ওয়ানডে ইতিহাসে দ্রুততম ১৪০০০ রানের রেকর্ড গড়েন। টপকে গেছেন শচীন টেন্ডুলকার কিংবা কুমার সাঙ্গাকারাদেরও। এছাড়াও বছর জুড়েই আন্তর্জাতিক ক্রিকেটে গড়েছেন সবচেয়ে কম ইনিংসে ৮২, ৮৩ ও ৮৪ তম শতক ছোঁয়ার অনন্য রেকর্ড।

চ্যাম্পিয়নস ট্রফি জেতার কল্যাণে ভারতের হয়ে সর্বাধিক আইসিসির তিনটি ওয়ানডে ট্রফি জেতার রেকর্ড গড়েন। সেই সাথে অর্জন করেন যৌথভাবে ভারতের হয়ে সর্বোচ্চ চারটি আইসিসি ট্রফি জেতার মাইলফলক।

শুধু ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়েও ২০২৫ সালে কোহলি ছিলেন ইতিহাসের পাতায়। ওয়ানডেতে ভারতীয় ফিল্ডার হিসেবে সর্বাধিক ক্যাচ নিয়ে ছাড়িয়ে যান মোহাম্মদ আজহারউদ্দিনকে। তাঁর ক্যাচের সংখ্যা এখন ১৬৭ টি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪২টি ক্যাচ নিয়ে ভাঙেন রাহুল দ্রাবিড়ের রেকর্ড।

আইপিএল ২০২৫ কোহলির জন্য ছিল স্বপ্ন জয়ের মতো। কলকাতার বিপক্ষে এক হাজার রান পূর্ণ করার সুবাদে চারটি ভিন্ন দলের বিপক্ষে এক হাজার রান করা প্রথম ব্যাটার হন তিনি। বাকি তিনটি দল হল দিল্লী, চেন্নাই ও পাঞ্জাব।

আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও তাঁর নামের পাশেই। ওয়ার্নারকে ছাড়িয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ৭১ টি পঞ্চাশোর্ধ ইনিংসখেলার রেকর্ড গড়েন। আইপিএলের আটটি মৌসুমে পাঁচ শতাধিক রান করা প্রথম ব্যাটার এখন বিরাট কোহলিই।

সব মিলিয়ে ২০২৫ সাল বিরাটের স্মৃতির পাতায় হয়ে থাকবে অবিস্মরণীয় এক অধ্যায় হয়ে। অবশ্য নামটি যখন বিরাট কোহলি এসব তো নিত্যনৈমিত্তিক ব্যাপারই বটে।

তবে, বয়সটা ত্রিশের ঘরের শেষার্ধে হলেও বিরাট যেন খেলে যাচ্ছেন নিজের সেরাটাই। ফিটনেস, পারফরম্যান্স আর আত্মনিবেদন, এ শব্দগুলোকে এক নামে সংজ্ঞায়িত করতে গেলে আপনাকে এই একটি নামই নিতে হবে – বিরাট কোহলি।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link