কলকাতা কি মুস্তাফিজের বিকল্প খুঁজছে?

দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক আকাশ যেন সময়ে সাথে সাথে আরও ঘন কালো হচ্ছে। সাম্প্রতিক সময়ের ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন ও অস্থিরতার প্রভাব গিয়ে পড়েছে ক্রিকেটের মতো জনপ্রিয় মঞ্চেও। এই প্রেক্ষাপটেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আইপিএল ২০২৬ এ মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে প্রশ্ন।  

দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক আকাশ যেন সময়ে সাথে সাথে আরও ঘন কালো হচ্ছে। সাম্প্রতিক সময়ের ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন ও অস্থিরতার প্রভাব গিয়ে পড়েছে ক্রিকেটের মতো জনপ্রিয় মঞ্চেও। এই প্রেক্ষাপটেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আইপিএল ২০২৬ এ মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে প্রশ্ন।

আইপিএল ২০২৬ মিনি নিলামে ৯.২ কোটি রুপির বিনিময়ে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এর ফলে আসন্ন আসরে তিনিই হয়ে ওঠেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু সময় যত এগিয়েছে, এই সিদ্ধান্তকে ঘিরে সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ ততই তীব্র হয়েছে। বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছে একাধিক সংগঠনও। সব মিলিয়ে চাপের মুখে রয়েছে নাইট রাইডার্স শিবির।

এমন পরিস্থিতিতে যদি ভূরাজনৈতিক কারণে আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং কলকাতা বাধ্য হয় মুস্তাফিজের বিকল্প খুঁজতে, তাহলে কারা হতে পারেন সেই ভাবনাই উঠে আসছে ক্রিকেট মহলে। সম্ভাব্য তিনজন পেসারের দিকে দৃষ্টিপাত করা যাক।

  • স্পেনসার জনসন 

চোট সংক্রান্ত শঙ্কার কারণে আইপিএল ২০২৬ এর আগে স্পেন্সার জনসনকে ছেড়ে দেয় কলকাতা। ৩০ বছর বয়সী বাঁহাতি এই পেসার আইপিএল ২০২৫ এ নাইট রাইডার্সের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন, যেখানে তাঁর ঝুলিতে ছিল একটি উইকেট। ফিজ খেলতে না পারলে তাঁকে ফেরানোর সিদ্ধান্ত নিতে পারেন কেকেআর ম্যানেজমেন্ট।

  • আলজারি জোসেফ

ক্যারিবিয়ান এই গতিতারকা বর্তমান প্রেক্ষাপটে কলকাতার জন্য বাস্তবসম্মত এক বিকল্প। আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে ধারাবাহিকভাবে নিজের সামর্থ্য প্রমাণ করে চলেছেন আলজারি জোসেফ।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর ২০২৫ এ ছয় ইনিংসে চার উইকেট শিকার করেন তিনি। পাশাপাশি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ এ আট ইনিংসে ১২ উইকেট নিয়ে নিজের কার্যকারিতা আরও স্পষ্ট করেছেন। এর আগে আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে জোসেফের। ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিন ইনিংসে মাঠে নেমে একটি উইকেট নিয়েছিলেন তিনি।

  • ঝাই রিচার্ডসন 

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সম্প্রতি অস্ট্রেলিয়া দলে ফেরেন ঝাই রিচার্ডসন। বাঁহাতি এই পেসার মুস্তাফিজুর রহমানের কার্যকারিতার সাথে মিল থাকার ফলে, কলকাতা তাঁকে নিয়ে ভাবতে পারেন।

এর আগে আইপিএল ২০২৪ এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও মাত্র একটি ম্যাচেই সুযোগ পান। যদিও উইকেটশূন্য থাকেন। তবুও শেষ মুহূর্তে অভিজ্ঞ ও নিয়ন্ত্রিত পেসারের প্রয়োজন হলে কলকাতার ভাবনায় তিনি জায়গা পেতেই পারেন।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link