নতুন বছরেও থাকছেন বিরাট-রোহিত!

এক সময় ভারতের ইনিংস শুরু মানেই ছিল এক পরিচিত দৃশ্য। রোহিত শর্মা ওপরে, তিন নম্বরে বিরাট কোহলি। এটা কোনো কৌশলগত সিদ্ধান্ত ছিল না, ছিল না আলোচনার বিষয়ও। ছিল অভ্যাসের মতো, অনুভবের মতো। সময়ের সঙ্গে সেই দৃশ্যটাই আজ হয়ে উঠেছে স্মৃতির দর্পণ। কারণ টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানো দুই কিংবদন্তিকে এখন ভারতের জার্সিতে একসঙ্গে দেখার একমাত্র ঠিকানা ওয়ানডে ক্রিকেট।

এক সময় ভারতের ইনিংস শুরু মানেই ছিল এক পরিচিত দৃশ্য। রোহিত শর্মা ওপরে, তিন নম্বরে বিরাট কোহলি। এটা কোনো কৌশলগত সিদ্ধান্ত ছিল না, ছিল না আলোচনার বিষয়ও। ছিল অভ্যাসের মতো, অনুভবের মতো।

সময়ের সঙ্গে সেই দৃশ্যটাই আজ হয়ে উঠেছে স্মৃতির দর্পণ। কারণ টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানো দুই কিংবদন্তিকে এখন ভারতের জার্সিতে একসঙ্গে দেখার একমাত্র ঠিকানা ওয়ানডে ক্রিকেট।

২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। কয়েক দিনের ব্যবধানে একই পথে হাঁটেন বিরাট কোহলিও। এর আগেই, ২০২৪ সালের জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দুই জনেই টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন।

ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ‘রো-কো’ যুগের শেষ অধ্যায় এখন সীমাবদ্ধ হয়ে গেছে শুধু ওয়ানডে ফরম্যাটে। ২০২৬ সালে ভারতের ওয়ানডে ফরম্যাটের সূচনা হবে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি ভাদোদরায়, ১৪ জানুয়ারি রাজকোটে এবং ১৮ জানুয়ারি ইন্দোরে।

পরবর্তীতে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসার কথা আফগানিস্তানের। তবে এই সিরিজের দিনক্ষণ ও ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

২০২৬ সালের ঘরের বাইরে প্রথম ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের মাটিতে। সিরিজের প্রথম ম্যাচে ১৪ জুলাই এডগবাস্টনে মাঠে নামবে রোহিত-কোহলি জুটি। ১৬ জুলাই সোফিয়া গার্ডেন্স দ্বিতীয় ম্যাচ এবং ১৯ জুলাই ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি।

পরবর্তী সিরিজ হিসেবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। শ্রীলঙ্কার সাথেও ঘরের মাটিতে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে।

তবে, ম্যাচগুলোর নির্দিষ্ট সময়সূচি এখনও প্রকাশ পায়নি। এছাড়াও স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সফরের সাদা বলের সিরিজটি আনুষ্ঠানিকভাবে পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে সব মিলিয়ে প্রায় ১৮ থেকে ২০টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। ভারতের জার্সিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে শেষবারের মতো গল্পগুলো চোখে তুলে নিতে ২০২৬ সালের এই সিরিজগুলোর দিকেই দৃষ্টিপাত করতে হবে।

সময় গড়াচ্ছে, দৃশ্য বদলাচ্ছে। কিন্তু কিছু জুটি যেন জীবনভর দেখলেও দেখার স্বাদ মেটে না। রোহিত-বিরাট জুটিটা ঠিক তেমনই।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link