বিগ ব্যাশে বাবরের ব্যাট হাসল আবার!

বিগ ব্যাশে বাবর আজমের ব্যাট আবারও হাসলো। ফিফটি তুলে, অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি। ফর্মের সঙ্গে লুকোচুরি খেলায় আরও একবার জিতলেন বাবর।

বিগ ব্যাশে বাবর আজমের ব্যাট আবারও হাসলো। ফিফটি তুলে, অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি। ফর্মের সঙ্গে লুকোচুরি খেলায় আরও একবার জিতলেন বাবর।

জার্সি বদলায়, সময় বদলায়, তবে বাবরের ধারাবাহিকতা যেন তাঁকে ফেলে চলে গেছে অনেক দূরে। কেউ বলছেন ফুরিয়ে গেছেন বাবর, কেউ আশায় আছেন আবারও স্বরূপে ফিরবেন তিনি। বাবরের ব্যাটও সংশয়ের সমাপ্তি টানেনি। এই ভালো তো এই খারাপ।

তবে ক্যালেন্ডারের পাতা নতুন বছরে পা রাখতেই বাবরের ব্যাটও আরও একবার জানান দিলো, ফেরার সম্ভাবনা এখনও বেঁচে আছে কিছুটা। সিডনির হয়ে পঞ্চম ম্যাচ খেলতে নেমে ৪৬ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস ধরা দিল তাঁর ব্যাটে। হাঁকিয়েছেন চারটি চার আর একটি ছক্কা। সেই সঙ্গে আসরের দ্বিতীয় ফিফটিও তুলে নিয়েছেন তিনি।

বাবরের স্ট্রাইক রেট নিয়ে কথা হতে পারে এ ম্যাচেও। তবে তাঁর রোলটাই এমন। ইনিংস ধরে রাখা, উইকেট আগলে পড়ে থাকা। এটাই যে সিডনির হয়ে তাঁর দায়িত্ব। মেলবোর্ন রেনেগেডসের দেওয়া ১৬৪ রানের টার্গেটটা তাই অনায়াসে টপকে গেছে বাবরের দল।

বিগ ব্যাশটা বাবরের জন্য মহাগুরুত্বপূর্ণ মঞ্চ। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর আগে নিজেকে প্রমাণের মঞ্চ এটাই। আত্মবিশ্বাস নিয়েই যে শ্রেষ্ঠত্বের আসরে পা রাখতে চাইবেন তিনি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link