আইসিসি আসরের রমরমা সময়

আন্তর্জাতিক ক্রিকেটের মূল আকর্ষণই হলো আইসিসি কর্তৃক আয়োজিত টুর্নামেন্টগুলো। এসব টুর্নামেন্টেই নির্ধারিত হয় কোন দলের শক্তিমত্তা কতটা, কোন ক্রিকেটার বিশ্ব মঞ্চে নিজেকে মেলে ধরতে পায়। ক্রিকেট ইতিহাসে যুক্ত হয় একেকটা নতুন গল্প, নতুন তারকা। ২০২৬ সাল জুড়ে রয়েছে আইসিসি কর্তৃক আয়োজিত বেশ কিছু টুর্নামেন্ট।

আন্তর্জাতিক ক্রিকেটের মূল আকর্ষণই হলো আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলো। এসব টুর্নামেন্টেই নির্ধারিত হয় কোন দলের শক্তিমত্তা কতটা, কোন ক্রিকেটার বিশ্ব মঞ্চে নিজেকে মেলে ধরতে পারে। ক্রিকেট ইতিহাসে যুক্ত হয় একেকটা নতুন গল্প, নতুন তারকা। ২০২৬ সাল জুড়ে থাকবে আইসিসি আসরের রমরমা সময়।

  • আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ 

২০২৬ সালের আন্তর্জাতিক মঞ্চের পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে এবারের আসরটি মাঠে গড়াতে যাচ্ছে।

প্রথম দিনেই ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, জিম্বাবুয়ে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে, আর তানজানিয়া নিজেদের বিশ্বকাপ অভিষেক করবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই আসরে প্রথমবার অংশ নিচ্ছে তানজানিয়া। অন্যদিকে ২০২০ সালের পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরছে জাপান।

গ্রুপ ‘এ’ তে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তৈরি হয়েছে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের মতো দলগুলো নিয়ে। গ্রুপ ‘সি’ তে আছে স্বাগতিক জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড, স্কটল্যান্ড। এবং গ্রুপ ‘ডি’-র হয়ে মাঠ মাতাবেন নব্য তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা

  • আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২৬ সালের সবচেয়ে আলোচিত ক্রিকেট আসর নিঃসন্দেহে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যৌথ আয়োজনে ভারত ও শ্রীলঙ্কা।

ভারতের দিল্লি, ওয়াংখেড়ে, নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স ও এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে হবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। মোট ২০টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার লড়াইয়ে নামবে। গ্রুপ ‘এ’ তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’ তে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। গ্রুপ ‘সি’ তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি ও নেপাল। গ্রুপ ‘ডি’ তে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে। সেখান থেকে বাছাই হয়ে সেরা দলগুলো পৌঁছাবে সেমিফাইনাল ও ফাইনালে।

  • আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

ইংল্যান্ডের মাটিতে এ বছর বসছে নারী ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। ১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২টি দল ৭টি ভেন্যুতে ৩৩টি ম্যাচ খেলবে।

গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও দুটি বাছাইপর্বের দল। গ্রুপ ‘বি’ তে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দুটি বাছাইপর্বের দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link