টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড

বিশ্বকাপের আগে কয়েকটি জায়গা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সেই প্রেক্ষাপট মাথায় রেখে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড দাঁড় করানো সম্ভব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল এখনও ঘোষণা করেনি পাকিস্তান। গত আসরে বাবর আজমের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার নেতৃত্বে সালমান আলী আঘা। তবে বিশ্বকাপের আগে কয়েকটি জায়গা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সেই প্রেক্ষাপট মাথায় রেখে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড দাঁড় করানো সম্ভব।

পাকিস্তানের ইনিংস শুরুর দায়িত্বে থাকবেন বর্তমান সময়ের পরিচিত জুটি সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ২০২৫ সালে এই দুই ওপেনার ২৫টি ম্যাচে একসঙ্গে ব্যাট করে তুলেছেন ৬৪৫ রান, গড় ২৮.৪১। পরিসংখ্যানই বলছে, ওপেনিংয়ে পরিবর্তনের কোনো কারণ দেখছে না টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পাওয়া আব্দুল সামাদের বদলে বিশ্বকাপের স্কোয়াডে ব্যাকআপ ওপেনার হিসেবে ফিরতে পারেন মাজ সাদাকাত। এশিয়া কাপ রাইজিং স্টার্সে মাত্র পাঁচ ইনিংসে ২৫৮ রান করে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

মিডল অর্ডারে খুব একটা কাটাছেঁড়া করার অবকাশ নেই পাকিস্তানের। বাবর আজম, ফখর জামান ও অধিনায়ক সালমান আলী আগা। এই তিনজনকেই মূল স্তম্ভ হিসেবে ভাবা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ত্রিদেশীয় সিরিজে এই ব্যাটিং সেটআপ নিয়েই শিরোপা জেতে পাকিস্তান, ফলে সফল কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম।

বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে বড় সিদ্ধান্ত হতে পারে মোহাম্মদ হারিসকে বাদ দেওয়া। ২০২৫ সালে ৪২৯ রান করলেও তাঁর গড় মাত্র ১৮.৬৫। যা নির্বাচকদের আস্থায় ফাটল ধরিয়েছে। এই জায়গায় দলে ভারসাম্য আনতে ফিরতে পারেন শাদাব খান। ব্যাটের সঙ্গে বল হাতে অবদান রাখার ক্ষমতার কারণে ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে শাদাব হতে পারেন বড় অস্ত্র।

লোয়ার মিডল অর্ডারে থাকছেন অলরাউন্ডার জুটি মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ। ২০২৫ সালে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে বছর শেষ করেছেন নওয়াজ। ২৪ ইনিংসে ৩৬ উইকেট। ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৩৬২ রান। ফাহিম আশরাফও ছিলেন সমান কার্যকর। ২৪ ইনিংসে নিয়েছেন ২৪ উইকেট, সঙ্গে ব্যাট হাতে ২২৪ রান।

পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন হারিস রউফ ও শাহিন আফ্রিদি। তবে শাহিনের হাঁটুর চোট বড় চিন্তার কারণ। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এই কারণেই নাসিম শাহকে রিজার্ভ হিসেবে স্কোয়াডে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট, যদিও একাদশে তাঁর খেলা এখনো অনিশ্চিত।

স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন আবরার আহমেদ, যিনি ২০২৫ সালে নিয়েছেন ২৮ উইকেট এবং ছিলেন যথেষ্ট মিতব্যয়ী। বেঞ্চে অতিরিক্ত পেসার হিসেবে থাকবেন সালমান মির্জা, আর ব্যাক আপ উইকেটকিপার হিসেবে থাকবেন উসমান খান।

সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড দাঁড়ায়:

সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, ফখর জামান, বাবর আজম, সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, আবরার আহমেদ, হারিস রউফ, নাসিম শাহ, উসমান খান (উইকেটকিপার), মাজ সাদাকাত ও সালমান মির্জা।

 

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link