ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

ক্রিকেট রাজনীতির ময়দানে নিজেদের ইতিহাসের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিল বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট রাজনীতির ময়দানে নিজেদের ইতিহাসের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিল বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড মনে করছে, বিশ্বকাপ খেলার মত নিরাপত্তা বাংলাদেশ দলকে দিতে ভারতীয় বোর্ড এই মুহূর্তে প্রস্তুত নয়।

মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পরই দেশের ক্রিকেটে ধাক্কা লাগে। নিরাপত্তা ইস্যুতে তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপরই প্রশ্ন ওঠে যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা হুমকির মুখে, সেখানে পুরো দল ভারতে কতটুকু নিরাপদে থাকবে?

এমন প্রশ্নের জবাব খুঁজতেই গতকাল রাতে অনলাইন বৈঠকে বসেন বিসিবির বোর্ড পরিচালকরা। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়, কঠোর কোনো পদক্ষেপে না যাওয়া। আইন মেনে আইসিসির কাছে জানতে চাওয়া হবে এমন পরিস্থিতিতে তাদের করণীয় কি? কিন্তু রাত পেরিয়ে আরও একটি দিনের মধ্যভাগে নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মোট ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে লম্বা সময় আলাপ-আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়, ভারতের যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলের খেলোয়াড়দের নিরাপত্তা ঝুকিতে ফেলতে নারাজ দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

এক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও নিরাপত্তার বিষয়টি দুশ্চিন্তার কারণ ছিল। ফলে, বোঝাই যাচ্ছে সরকার মহলের সবুজ সংকেত পাওয়ার সাপেক্ষেই হার্ড লাইনে গেছে বিসিবি। ভারতে নয় বরং শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আর আইসিসি ইভেন্টও যে হাইব্রিড মডেলে খেলা যায়, সেটাও ভারতের বাদলে দেওয়া রেসিপি।

এই বৈঠকের আগে অবশ্য বিসিবি সব ধরণের প্রোটকল মেনে বিশ্বকাপের দল ঘোষণাও করে দিয়েছিল। অর্থাৎ বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত থাকার বার্তা দিয়ে রেখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যেই, নিজেদের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন জানাবে আইসিসির কাছে। যেহেতু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ দু’টি।

অতএব ভারতের পরিবর্তে শ্রীলঙ্কাকে বেছে নেওয়াটাই এখন একমাত্র সমাধান। যদি, পাকিস্তানের জন্য ভেন্যু পরিবর্তন হতে পারে, তাহলে বাংলাদেশ নয় কেন? বল এখন পুরোপুরিই আইসিসির কোর্টে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link