সিলেটকে ধসিয়ে চট্টগ্রাম এখন সবার ওপরে!

আরও এক ম্যাচে চট্টগ্রাম রয়্যালস আধিপত্য বিস্তার করল। সিলেট টাইটান্সকে ভেঙে চুরে গুঁড়িয়ে দিল নাইম শেখ এবং অ্যাডাম রসিংটন জুটি। ১২৭ রানের লক্ষ্য টপকাতে তারা খরচ করল এক উইকেট। চার ওভার হাতে রেখেই বাগিয়ে নিল জয়টা।

আরও এক ম্যাচে চট্টগ্রাম রয়্যালস আধিপত্য বিস্তার করল। সিলেট টাইটান্সকে ভেঙে চুরে গুঁড়িয়ে দিল নাইম শেখ এবং অ্যাডাম রসিংটন জুটি। ১২৭ রানের লক্ষ্য টপকাতে তারা খরচ করল এক উইকেট। চার ওভার হাতে রেখেই বাগিয়ে নিল জয়টা।

এদিন চট্টগ্রামের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসে সিলেট। ওপেনিংয়ে রদবদল, নতুন জুটি মেহেদি হাসান মিরাজ এবং হযরতউল্লাহ জাজাই। তবে দুজনের কেউই সুবিধা করে উঠতে পারেননি। সেই সঙ্গে মিরাজের টানা ব্যর্থতা এখন সিলেটের গলার কাঁটা।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সিলেট ৩৪ রানেই হারিয়ে বসে পাঁচ ব্যাটারকে। আরও এক লো স্কোরিং ম্যাচের আভাস পাওয়া যাচ্ছিল তখনই। সিলেটের মান বাঁচাতে এগিয়ে আসেন আজমতউল্লাহ ওমরজাই। তাঁর ৪৪ রানের ইনিংসে ভর করে কোনোমতে সিলেট তোলে ১২৬ রান।

জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম যেন তাদের শেষ হওয়া গত ম্যাচ থেকেই শুরুটা করল। নাইম শেখ এবং অ্যাডাম রসিংটনের রসায়নটা যে জমে পুরোপুরি জমে উঠেছে। সিলেট বোলারদের কোনো সুযোগের জায়গায় রাখেনি এই ওপেনিং জুটি। রসিংটনের আগ্রাসন আর নাইমের দায়িত্বশীল নকে ১২৬ রান টপকে গেল নয় উইকেট হারিয়ে। দুজনের ব্যাট থেকেই এসেছে জোড়া ফিফটিও।

নাইম যখন আউট হলেন, দলের তখন প্রয়োজন মাত্র ১২ রান। আরেকটু সময় মনোযোগ ধরে রাখতে পারলে আরও একটা ১০ উইকেটের জয় পেত দল। তবে সেটা না হলেও খুব একটা ক্ষতি নেই। পাঁচ ওভার হাতে রেখেই যে সিলেটের দেওয়া বাধা টপকে গেছে অনায়াসে।

চট্টগ্রাম যেন একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠছে দিনে দিনে। আসর শুরুর আগে যে দলটা সমালোচনার শিকার হয়েছিল, তারাই মাঠের খেলায় প্রশংসা কুড়িয়ে যাচ্ছে। চার ম্যাচে তিন জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের এক নম্বরে। এমন দাপট চললে আসর শেষেও ওই পজিশনটা ধরে রাখা খুব একটা কঠিন হবে না এই দলটির।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link