শান্ত রসিংটন, অশান্ত তাঁর ব্যাট!

টানা তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন অ্যাডাম রসিংটন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) মঞ্চটাকে যেন নিজের বশে নিয়ে এসেছেন। শান্ত, নিরীহ মেজাজের রসিংটনের ব্যাট যেন বোলারদের জন্য পরিণত হয়েছে এক দুর্বিষহ আতঙ্ক হিসেবে।

টানা তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন অ্যাডাম রসিংটন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) মঞ্চটাকে যেন নিজের বশে নিয়ে এসেছেন। শান্ত, নিরীহ মেজাজের রসিংটনের ব্যাট যেন বোলারদের জন্য পরিণত হয়েছে এক দুর্বিষহ আতঙ্ক হিসেবে।

বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। তাদের অস্ত্রভাণ্ডারে রয়েছে বিশ্বমানের বোলাররা। তাতে কী, রসিংটন এলেন নিজের কাজটা বুঝে নিলেন। কোনো তাড়াহুড়ো নেই তাঁর মাঝে, ড্রেসিংরুম থেকে সেট হয়েই যেন মাঠে নেমেছিলেন তিনি।

১৬ ওভার পর্যন্ত ব্যাট করলেন এদিনও। দলকে কোনো বিপদের আঁচ লাগতে দিলেন না। ৪১ বলে খেললেন ৫৮ রানের এক কার্যকরী ইনিংস। ছয় চার আর দুই ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল ১৪১। এই ইনিংসটাই যে গড়ে দিয়েছে দলের ভিত।

প্রথম ম্যাচ খেলতে নেমে এক রানে ফিরতে হয়েছিল তাঁকে। এরপরই যেন নিজেকে জাদুমন্ত্রে বদলে ফেললেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জেতানো অপরাজিত ৬০ রানের ইনিংস, সিলেটের সঙ্গে ৭৩ রানের হার না মানা নক, আর শেষ সংযোজন রংপুরের বিপক্ষে এই ম্যাচ।

শেষ হওয়া নেপাল প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন, সেই ফর্মটাই যেন বিপিএলে টেনে নিয়ে এসেছেন নিজের সঙ্গে। চট্টগ্রামকে নির্ভার রেখেছেন, হয়ে উঠেছেন দলের বাজির ঘোড়া।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link