আইসিসি বরাবর হুমকির ভিডিও পাঠিয়েছে বিসিবি!

ভারতে না যাওয়ার জন্য এক প্রকার উঠেপড়েই লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) বরাবর দ্বিতীয় দফার ই-মেইলে হুমকির ভিডিও সহ জোরালো যুক্তি পেশ করেছে বিসিবি। পরিষ্কার বার্তা, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে সেটা ভারতের মাটিতে নয়।

ভারতে না যাওয়ার জন্য এক প্রকার উঠেপড়েই লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) বরাবর দ্বিতীয় দফার ই-মেইলে হুমকির ভিডিও সহ জোরালো যুক্তি পেশ করেছে বিসিবি। পরিষ্কার বার্তা, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে সেটা ভারতের মাটিতে নয়।

মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার স্বার্থে বাদ দেওয়ার পর, বাংলাদেশ ওই একই কারণ দেখিয়ে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় হয়েছে। মাঝের সময়টাতে গুঞ্জন রটেছিল আইসিসি প্রত্যাখ্যান করেছে বিসিবির চাওয়া। তবে একেবারেই ভিত্তিহীন বলেই জানিয়েছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

প্রথম দফায় পাঠানো মেইলের প্রতিউত্তরে আইসিসি নিরাপত্তার শঙ্কার কারণ সম্পর্কে আরও বিসদভাবে জানতে চেয়েছিল। তাই তো ৪৫-৫০টি লিংক, এবং ভিডিও সমেত আইসিসি বরাবর নিজেদের শঙ্কার কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, বিভিন্ন হুমকির ফুটেজ, এবং আরও কিছু যুক্তিসঙ্গত প্রমাণাদি।

এ নিয়ে বিসিবির আইনজীবী মাহিন এম রহমান কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আইসিসি আমাদের জানিয়েছে, শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা কঠিন। তাই তারা জানতে চেয়েছিল, ঠিক কী কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। গতকাল আমরা বিস্তারিতভাবে সেই তথ্য পাঠিয়েছি।’

তিনি যুক্ত করেন, ‘আমরা কখনোই বলিনি যে খেলব না। আমরা বিশ্বকাপে খেলতে চাই, তবে নিরাপত্তা আমাদের জন্য সবচেয়ে বড় শর্ত।’

এই মেইলে জোরালোভাবেই স্থান পেয়েছে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা সম্পর্কিত সব তথ্যসমূহ। এ নিয়ে মাহিন বলেন, ‘আইপিএল থেকে মুস্তাফিজকে সরানোই প্রমাণ যে ভারতের মাটিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আইপিএল ছোট পরিসরের, কিন্তু বিশ্বকাপ অনেক বড়। আমরা ঝুঁকি নিতে পারি না।’

এবার অপেক্ষাটা আরেকটু দীর্ঘ হলো। আইসিসি সব প্রমাণ খতিয়ে দেখে কি সিদ্ধান্ত নেয় সেটা এখন দেখার বিষয়। যদি নেতিবাচক কিছু হয়, তবে বিশ্বকাপকেই ‘না’ বলে দেবে বাংলাদেশ? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link