আর কতবার একই ভুলে দলকে ডোবাবেন মুশফিক!

ম্যাচের টার্নিং মোমেন্ট আসলেই মুশফিকুর রহিম খেই হারিয়ে ফেলেন। এ রোগ অনেক পুরোনো, তবে আরও একবার চট্টগ্রামের বিপক্ষে মাথাচাড়া দিয়ে উঠল। হাসান নওয়াজের সহজ রান আউট মিস করে ম্যাচটাকেই হাতছাড়া করে ফেললেন অভিজ্ঞ এই সেনানি।

ম্যাচের টার্নিং মোমেন্ট আসলেই মুশফিকুর রহিম খেই হারিয়ে ফেলেন। এ রোগ অনেক পুরোনো, তবে আরও একবার চট্টগ্রামের বিপক্ষে মাথাচাড়া দিয়ে উঠল। হাসান নওয়াজের সহজ রান আউট মিস করে ম্যাচটাকেই হাতছাড়া করে ফেললেন অভিজ্ঞ এই সেনানি।

শেষ তিন ওভারে চট্টগ্রামের দরকার ২৪ রান। হাতে উইকেট সংখ্যা চার। রাজশাহীর জন্য প্রতিটা রান তখন অমূল্য। মুশফিকের ভুলটা তখনই হলো। ১৮তম ওভারের প্রথম বল, হাসান ব্যাটে লাগিয়ে দুই রানের কল করলেন। কভার থেকে আকবর আলী বল তুলে নিয়ে নিখুঁত থ্রো করলেন। হাসান তখনও পপিং ক্রিজ থেকে অনেকটা দূরে।

মুশফিক বলটা তালুবন্দি করলেন বটে, তবে স্টাম্পের পেছনে তাঁর পজিশনটা ঠিক ছিল না। তড়িঘড়ি করে লাগাতে গেলেন, তবে প্রথমবারে স্টাম্প আর গ্লাভসের মধ্যে বিস্তর ফারাক। দ্বিতীয় চেষ্টায় মুশফিক লাগালেন যদিও, তাতে অবশ্য লাভ হলো না কোনো। ততক্ষণে সুরক্ষিত স্থানে পৌঁছে গেছেন হাসান।

মুশফিক নিজের কপাল চাপড়ালেন, ম্যাচ শেষে সেই ব্যথাটা দ্বিগুণ হলো হয়তো। সেই হাসান নওয়াজই দাঁড়িয়ে থেকে ম্যাচ জেতালেন শেষমেষ।

অবশ্য এমনটা নতুন কিছু তো নয় মুশফিকের জন্য। ২০১৯ সালের বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই সময় সহজ একটা সুযোগ আসে কিউইদের সেরা ব্যাটার কেন উইলিয়ামসনকে ফেরানোর। তবে তড়িঘড়ি করতে গিয়ে মুশফিক বলের বদলে হাত দিয়েই ভেঙে ফেললেন স্টাম্প। শেষপর্যন্ত ম্যাচ হারার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় ওই রান আউটটাই।

ম্যাচের মহাগুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে মুশফিক অনেকবারই দলকে এমন অযাচিত ভুলে ডুবিয়েছেন। সেই খেসারত আজ দিতে হলো রাজশাহীকে। পুরোনো রোগটা যে এখনও বহমান মুশফিকের ক্রিকেটীয় শরীরে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link