বিশ্বকাপের স্কোয়াডে টুক করে ঢুকে যাবেন শান্ত!

একটা ছোট্ট সুযোগ এখনও আছে বিশ্বকাপে দলে সুযোগ পাওয়ার। নাজমুল হোসেন শান্ত জানেন সেটা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে হলে, দুর্ধর্ষ কিছু তাকে করে দেখাতে হবে যেকোন মূল্য। সেই ধারাতেই তার ব্যাট চলছে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রায় ১৮১ স্ট্রাইকরেটের এক ম্যাচজয়ী ইনিংস খেলে তিনি নির্বাচকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন।

এবারের বিপিএলের শুরুটাই শান্ত করেছিলেন সেঞ্চুরিতে রাঙিয়ে। টুর্নামেন্ট প্রায় শেষের দিকে চলে এসেছে, এখন অবধি শান্তর ওই সেঞ্চুরিই একমাত্র হয়ে টিকে আছে। সেই ম্যাচেই শান্ত জানান দিয়েছিলেন এবারের বিপিএলে তিনি নিজেকে কার্যকর এক টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে প্রমাণ করবেন। সেই প্রবল ইচ্ছে পারফরমেন্সে রুপান্তরিত হয়েছে প্রায় প্রতিটি ম্যাচেই।

সাত ম্যাচে ১৪৮.৭০ স্ট্রাইকরেটটা তিনি বজায় রেখেছেন। দ্বাদশ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের সবার উপরেই রয়েছেন তিনি। এমনকি সেরা পাঁচ রান সংগ্রাহকদের মধ্যে তার স্ট্রাইকরেটই সর্বোচ্চ। রংপুর রাইডার্সের বিপক্ষে তার সেই দৃঢ়তাই দারুণ একটা জয়ের ভীত গড়ে দিয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্সকে।

এদিন ৪২ বলে ৭৬ রান করে আউট হয়েছেন রাজশাহীর অধিনায়ক। চারটি বিশাল ছক্কার সাথে ছয়টি চারের মার এসেছে তার ব্যাট থেকে। একটানা খেলা হতে হতে ক্লান্ত হয়ে যাওয়া সিলেটের উইকেটে ১৭৯ রানের লক্ষ্যমাত্রাও যথেষ্ট বড়। শান্তর মারকুটে ব্যাটিংয়ের কল্যাণেই জয়ের পথটা রাজশাহীর হয়েছিল সুগম।

এখন পর্যন্ত ৪৭.৮৩ গড়ে শান্তর ব্যাট থেকে এসেছে ২৮৭ রান। স্ট্রাইকরেটও তার মন্দ নয়। বাংলাদেশের বিশ্বকাপ দলের বদল আনা সুযোগ এখনও রয়েছে বটে। বিশ্বকাপের দলের থাকা অধিকাংশ ব্যাটাররই রয়েছেন অফফর্মে। এমন পরিস্থিতিতে ছন্দে থাকা শান্তকে সুযোগ দেওয়া হতে পারে ‘গেম চেঞ্জিং ইভেন্ট।’ এখন দেখবার পালা নির্বাচকরা শান্তর এই বিবর্তনের যথাযথ মর্যাদা দিতে পারে কি-না।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link