বিরাট কোহলি মাঠে নামবেন আর কোনো রেকর্ড গড়বেন না, তাই কি হয় নাকি? নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩০১ রান তাড়া করতে নেমে ৯৩ রানের এক অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন। তবুও কেউই যেন সন্তুষ্ট না। সাত রানের আক্ষেপটা থেকে গেলেও ঠিকই পরিমার্জন করেছেন রেকর্ড বইয়ের বেশ কয়েকটা পাতা।
এই ইনিংসের মধ্য দিয়েই বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ক্রিকেট ইতিহাসে এই কীর্তি আগে গড়েছেন মাত্র দুইজন। শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা। এবার সেই তালিকায় যুক্ত হলো বিরাটের নাম। শুধু পৌঁছানোই নয়, কোহলি যেভাবে পৌঁছেছেন, সেটাই ইতিহাস। মাত্র ৬২৪ ইনিংসে করেছেন ২৮,০০০ রান, যা ভেঙে দিল শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড।
এই ম্যাচেই কোহলি ছাড়িয়ে যান কুমার সাঙ্গাকারার করা ২৮,০১৬ রান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তিনি উঠে আসেন দ্বিতীয় স্থানে, তাঁর ওপরে এখন কেবল শচীনই।

এই ইনিংসের সুবাদে কুমার সাঙ্গাকারার আরও একটি রেকর্ড নিচে ঠেলে দেন কোহলি, আর তা হলো তিন নম্বর পজিশনে অর্ধশতকের সংখ্যা। ৭৭টি অর্ধশতক নিয়ে তালিকার দুই নম্বরে এখন বিরাট। তাঁর সামনে কেবলই রিকি পন্টিং।
এছাড়াও সব ফরম্যাট মিলিয়ে তৃতীয় ব্যাটার হিসেবে তিন নম্বরে ১০০টি অর্ধশতক হাাঁকিয়েছেন বিরাট। তাঁর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা।
এই ইনিংসের কল্যাণে পঞ্চম বারের মতো টানা পাঁচটি ওয়ানডেতে ৫০ বা তার বেশি রান করার কীর্তি গড়লেন বিরাট। ধারাবাহিকতার এই পরিসংখ্যানই তাঁকে অন্যদের থেকে আলাদা করে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে ৩,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করে কোহলি ঢুকে পড়লেন আরও এক রেকর্ড তালিকায়। শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও জো রুট, এই চার কিংবদন্তির পাশে এবার জায়গা হলো তাঁর নামেরও।











