দারুণ ছন্দের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন ইমন

পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইমন প্রবেশ করতে চলেছেন বিশ্বকাপের মঞ্চে। সেই আত্মবিশ্বাস বৈশ্বিক আসরে তাকে ভাল পারফরম করতে উদ্বুদ্ধ করবে।

আরও এক ফিফটিতে সিলেট পর্ব শেষ করলেন পারভেজ হোসেন ইমন। নিজেকে দেখতে পাচ্ছেন তিনি টেবিলের সবার উপরে। তার নিজের জন্য বিষয়টি যতটা তৃপ্তির, তেমনি বাংলাদেশ দলের জন্য ততটাই স্বস্তির। কেননা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার উপর যে ইনিংস উদ্বোধনের গুরুদায়িত্ব থাকবে। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়া বাকিদের বেহাল দশা যে দুশ্চিন্তার ঘোর অন্ধকার নামিয়ে এনেছে।

সিলেট টাইটান্সের হয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজস্ব ঢঙে মাতিয়ে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন। অথচ টুর্নামেন্টের শুরুতে তিনি স্বভাবজাত ব্যাটিং পজিশনে খেলতে পারেননি। তাকে সিলেট টাইটান্স ব্যাটিংয়ে পাঠিয়েছিল চার নম্বরে। সেখানেও ব্যাটিংয়ের ঝড়ো ধারা অব্যাহত রেখেছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য সেই ওপেনিংয়ে ফেরত এসেছেন ইমন।

রংপুর রাইডার্সের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে তিনি দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ৪১ বলে ৫২ রানের ইনিংসটিতে তিনি দলের তরী ভিড়িয়েছেন জয়ের বন্দরে। তিনটি চারের পাশাপাশি তিনটি ছক্কাও হাঁকিয়েছেন। ছক্কা হাঁকানোকে তিনি নিজের অন্যতম পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।

এখন অবধি দ্বাদশ বিপিএলে ১৩টি ছক্কা এসেছে ইমনের ব্যাট থেকে। ১৩০ স্ট্রাইকরেটে রান তোলার ধারা অব্যাহত রেখেছেন। দলের প্লে-অফ খেলার সম্ভাবনা পোক্ত করেছেন নিজের ব্যাটিং ঝলকে। ২৮৮ রান নিয়ে বাংলাদেশি ওপেনারদের মধ্যে তিনিই একমাত্র রানের ধারাবাহিকতা বজায় রেখেছেন।

জাতীয় দলে তার আরেক ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিম অবশ্য নিজের ছায়া হয়ে বিচরণ করছেন। ওপেনিংয়ে এই দুই ব্যাটারকে ঘিরেই পরিকল্পনার সিংহভাগ ঘুরপাক খায়। তাদের ফর্মে থাকা ভীষণ প্রয়োজন তাই। পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইমন প্রবেশ করতে চলেছেন বিশ্বকাপের মঞ্চে। সেই আত্মবিশ্বাস বৈশ্বিক আসরে তাকে ভাল পারফরম করতে উদ্বুদ্ধ করবে। তার ভাল পারফরমেন্স বাংলাদেশকেও দারুণ অর্জনের দিকে ধাবিত করবে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link