আইসিসির অস্তিত্ব মূল্যহীন!

ভারতীয় ক্রিকেট বোর্ডের ছায়ায় থেকে কাজ চালিয়ে যাওয়ায় আইসিসি ধীরে ধীরে নিজের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা হারানোর ঝুঁকিতে পড়ে যাচ্ছে। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রভাবের বলয়ে থাকার কারণে ক্রিকেট বিশ্বে সমালোচনার শিকার হচ্ছে। কারণ, আর্থিক শক্তি ও প্রভাবের দিক থেকে বিসিসিআইয়ের ওপর আইসিসির নির্ভরশীলতা অত্যন্ত বেশি। সেই প্রেক্ষিতে মাঠে কিংবা মাঠের বাইরে আইসিসির ভারতের প্রতি পক্ষপাত এখন অনেকটাই স্পষ্ট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ-ভারত টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ আজমল আইসিসির বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক মন্তব্য করে বসেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের ছায়ায় থেকে কাজ চালিয়ে যাওয়ায় আইসিসি ধীরে ধীরে নিজের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা হারানোর ঝুঁকিতে পড়ে যাচ্ছে।

গণমাধ্যমে কথা বলতে গিয়ে সাঈদ আজমল আইসিসির বিসিসিআইয়ের প্রতি নতজানু অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং বিশ্ব ক্রিকেটের স্বার্থে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে সংস্থাটির অক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে তাদের অস্তিত্বই অপ্রয়োজনীয় বলে মনে করেন এই সাবেক পাকিস্তান ক্রিকেটার। তিনি আরও বলেন, একাধিক ঘটনায় আইসিসির নিরপেক্ষতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে, বড় বড় টুর্নামেন্টেও ভারতের পাকিস্তানে খেলতে অস্বীকৃতি মেনে নেওয়াই আইসিসির দীর্ঘদিনের দুর্বলতার প্রমাণ।

তার মতে, আইসিসি অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর ওপর যে কর্তৃত্ব দেখায়, বিসিসিআইয়ের ক্ষেত্রে তা প্রয়োগ করে না। যা ক্রিকেট প্রশাসক হিসেবে ক্ষমতার ভারসাম্যহীনতাকেই প্রতিফলিত করে।

বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন সাবেক বিসিসিআই সচিব জয় শাহ। ফলে ভারতবিরোধী কোনো নিরপেক্ষ সিদ্ধান্ত আইসিসি আদৌ নিতে পারবে কি না সেটাই এখন সন্দেহের বিষয়।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link