টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে উত্তাল ক্রিকেট রাজনীতি। গুঞ্জন, শঙ্কা আর কূটনৈতিক চাপের আবহে অবশেষে নীরবতা ভাঙল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বাংলাদেশের ম্যাচ ভারতে না খেলানোর দাবিতে আইসিসির সঙ্গে বিসিবির গোপন আলোচনা চলছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার মাঝেই বিসিসিআই স্পষ্ট করে জানাল, পুরো বিষয়টি সম্পর্কে তারা কিছুই জানে না।
এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘এই মুহূর্তে বিসিবি ও আইসিসির মধ্যে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কি না, সে বিষয়ে বিসিসিআই অবগত নয়। আমরা পুরোপুরি লুপের বাইরে। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে তবেই আমরা প্রতিক্রিয়া জানাতে পারব।’

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, একেবারে অনড় অবস্থানে দাঁড়িয়ে বিসিবি। আইসিসিও হাল ছাড়ার পাত্র নয়। দফায় দফায় চলছে আলোচনা, চিঠি ছোড়াছুড়ি আর সমঝোতার পথে হাঁটার আপ্রাণ চেষ্টা।
বাস্তবতার নিরিখে ভেন্যু পরিবর্তন করা এখন রীতিমতো দুঃসাধ্য কাজ। আইসিসি তাই বোঝানোর চেষ্টায় আছে বিসিবিকে। এর আগে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসলেও সুবিধা করে উঠতে পারেনি। এবার অবশ্য প্রতিনিধি পাঠিয়ে আরও একবার চেষ্টা চালানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে তাতে আদৌ সুফল মিলবে কি না, সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।

তিন সপ্তাহের কিছু সময় বাকি। এখনও কোনো নিশ্চয়তার আভাস দেয়নি দুই পক্ষের কেউ। অনেক হিসাব মেলানো বাকি, অঙ্কের সমাধান বাকি। তবে বিসিসিআইয়ের দাবি, পর্দার আড়ালে দাঁড়িয়ে কোনো কলকাঠি তারা নাড়ছে না। অবশ্য সময় সবকিছুই সামনে আনবে।
Share via:











