শিকারির তীক্ষ্ম চোখে শরিফুলের ফাইফার

য়েন্ট টেবিলে দাপট দেখাচ্ছে চট্টগ্রাম রয়্যালস, মাঠের পারফরমেন্সেও দাপট দেখাচ্ছে দলের প্রত্যেক খেলোয়াড়। এই যেমন শরিফুল ইসলাম। এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিলেন শরিফুল ইসলাম। স্বীকৃত ক্রিকেটে পদচারণা তার বহু দিনের। কিন্তু এতকাল ধরে অপেক্ষায় থেকেছেন বা-হাতি এই পেসার। অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের পরিসংখ্যানের শূন্যখাতায় জুড়ে নিলেন ‘এক’ সংখ্যা। নড়বড়ে নোয়াখালীর ভিত্তি আর টিকিয়ে রাখতে দিলেন না তিনি।

এবারের দ্বাদশ বিপিএলে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের রেকর্ডটাও নিজের দখলে নিয়ে নিয়েছেন শরিফুল। এদিন মাত্র ৯ রান খরচায় পাঁচ-পাঁচটি উইকেট তুলে নিয়েছেন। দুর্ধর্ষ বোলিংয়ের উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করে গেলেন তরুণ এই পেসার। নোয়াখালীর টপ টু বটম- সব খানেই শিকারির নামটিতে রয়েছে শরিফুলের নাম।

হাসান ইসাখিলকে দিয়ে এদিন ফাইফারের যাত্রা শুরু করেন শরিফুল ইসলাম। ইহসানুল্লাহকে বোল্ড করে পূর্ণ করেন ফাইফার। মাঝে হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা ছাড়াও সাব্বির হোসেনের মত উইকেটও বাগিয়েছেন শরিফুল ইসলাম। এমনকি হ্যাটট্রিকের দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিলেন তিনি।

জহির খানের ব্যাটের আলতো ছোঁয়া তার হ্যাটট্রিকের খায়েশও পূরণ করত। কিন্তু শেষ অবধি আর তেমনটি ঘটেনি। তবে এদিন শরিফুল নিজের জন্য উইকেটের মঞ্চ যেমন প্রস্তুত করেছেন, ঠিক তেমনি সতীর্থ বোলারদের জন্যও পথটা তৈরি করে দিয়েছিলেন। দারুণ নিয়ন্ত্রিত বোলিং, বিপদজনক লাইন ও লেন্থে তটস্থ রেখেছিলেন নোয়াখালীর ব্যাটারদের।

নিজের কোটার শেষ বলের আগেই তিনি গুটিয়ে দেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং অর্ডারকে। পয়েন্ট টেবিলে দাপট দেখাচ্ছে চট্টগ্রাম রয়্যালস, মাঠের পারফরমেন্সেও দাপট দেখাচ্ছে দলের প্রত্যেক খেলোয়াড়। এই যেমন শরিফুল ইসলাম। এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি শরিফুল ইসলাম। আট ম্যাচে ১৮ উইকেট নিয়ে, চার উইকেটের ব্যবধানে তিনি জায়গা করে নিয়েছেন সবার উপরে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link