ওপেনার তাওহীদের হৃদয় জয়

তবে, ক্রিকেট দিন শেষে দলগত খেলা। সেখানে দলের চাহিদাই আগে মাথায় রাখতে হয়। বিপিএলে সেই কাজটাই করেছেন তাওহীদ, জিতেছেন রংপুরের হৃদয়। ক্রিকেটের প্রতি এটাই তাঁর নিবেদন।

তিনি প্রচলিত ওপেনার নন, ঘরোয়া ক্রিকেটেও আগে তেমন একটা নিয়মিত ওপেনার ছিলেন না। এবার বিপিএলে তিনি অন্যরূপে। রংপুর রাইডার্সের প্রকাণ্ড দুর্দিনে তিনি হাজির হলেন ওপেনার হিসেবে।

আর বড় দল হিসেবে মাঠে নামা রংপুর রাইডার্স সেই বাজিতে জিতে গেল। আরও একবার ওপেনার হিসেবে নিজের সক্ষমতা জানান দিয়ে গেলেন হৃদয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এবার ৬২ রান করলেন, ৪৬ বল খেলে।

পাঁচটি চার আর চারটি ছক্কায় সাজানো এই ইনিংসে ভর করেই বিরাট এক ওপেনিং জুটি গড়ল রংপুর। বিনা উইকেটে ১২৬ রান করে তাঁরা। আর সেখানে ডেভিড মালানের সাথে হৃদয়ের অবদানটাও ভুলে গেলে চলবে না।

এমনিতে রংপুর দলে তারকার অভাব নেই। তারকা ওপেনারেরও কমতি নেই। কিন্তু, স্রেফ টিম কম্বিনেশনের কারণে হৃদয়কে দিয়ে তাঁরা ওপেন করিয়েছে। সেখানে সাফল্যও আসতে শুরু করেছে বড় পরিসরে।

হৃদয় হয়ত দীর্ঘ মেয়াদে ওপেনিংয়ে থিতু হতে চাইবেন না। কারণ, জাতীয় দলে তিনি চাইলেও এই পজিশন পাবেন না। ফলে, বিশ্বকাপের আগে হৃদয়কে নিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে।

তবে, ক্রিকেট দিন শেষে দলগত খেলা। সেখানে দলের চাহিদাই আগে মাথায় রাখতে হয়। বিপিএলে সেই কাজটাই করেছেন তাওহীদ, জিতেছেন রংপুরের হৃদয়। ক্রিকেটের প্রতি এটাই তাঁর নিবেদন।

Share via
Copy link