যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ পরাজয়

বৃষ্টির বাগড়া, ব্যাটারদের ব্যর্থতা- তাতেই ভেসে গেছে বাংলাদেশের যুবাদের ম্যাচ জয়ের আশা। বিষন্ন বদনে ভারতের খেলোয়াড়দের সাথে করমর্দন করেছে বাংলাদেশের যুবারা। 

বৃষ্টির বাগড়া, ব্যাটারদের ব্যর্থতা- তাতেই ভেসে গেছে বাংলাদেশের যুবাদের ম্যাচ জয়ের আশা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের পরাজয় ১৮ রানে।

বৃষ্টির কারণে টস পিছিয়ে যায়। তবুও ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ে। টসে জিতে আর্দ্র উইকেটে ফায়দা তুলে নিতে চায় বাংলাদেশ। সেখানেই আবার বিতর্কের জন্ম দেয় দুই দলের অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা। এরপর ম্যাচ গড়ায়, বাংলাদেশ ফায়দাও তুলে নেয়। আয়ুশ মাহত্রে, ভেদান্ত ত্রিবেদি পর পর দুই বলে সাজঘরে। আল ফাহাদের ফাইফারের তারাই ছিলেন প্রথম দুই শিকার।

এরপরও সেই বৈভব সুরিয়াভানশি লম্বা সময় টিকে ছিলেন বাংলাদেশের গলার কাঁটা হয়ে। ৭২ করে বৈভব আউট হলে, স্বল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে ভারত শিবিরে। সেই শঙ্কার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ান অভিজ্ঞান কুন্ডু। তার ৮০ রান বৃষ্টির বাঁধা টপকে ৪৯ ওভারে ভারতের স্কোরবোর্ডে তুলে দেয় ২৩৮ রানে লড়াকু সংগ্রহ। কন্ডিশন বিবেচনায় এই রানও ছিল জয়ের জন্য যথেষ্ট।

রান তাড়ায় বাংলাদেশ প্রথম ধাক্কাটা খায় দলীয় ছয় রানে। জাওয়াদ আবরারের বিদায়ের পর জুটি গড়েন রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ১৭ ওভার ২ বলে বাংলাদেশ দলীয় সংগ্রহ তখন ৯০ রান। বেশ ভাল গতিতেই এগিয়ে যাচ্ছিল যুব টাইগাররা। এরপর বৃষ্টির বাঁধায় লম্বা সময় বন্ধ থাকে ম্যাচ।

বাংলাদেশের লক্ষ্যমাত্রা নেমে দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রানে। অর্থাৎ ৭০ বলে বাংলাদেশকে ৮৫ রান করতে হতো। কিন্তু বৃষ্টি মতই উইকেটের পতন ঘটতে শুরু করে বাংলাদেশের। অধিনায়ক তামিম ৫১ রানের মাথায় আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং অর্ডার যেন পরিণত হয় তাসের ঘরে।

বৃষ্টির পর আর ৫৬ রান তুলতেই অলআউট হয় বাংলাদেশ দল। তাতে করে বৃষ্টি আইনে ১৮ রানের জয় যুক্ত হয় ভারতের নামের পাশে। আল ফাহাদের ফাইফার, তামিমের লড়াকু অর্ধশত রান সবকিছু শেষ অবধি বৃথা। যদিও স্বস্তি হচ্ছে টসের সময়ে অনিচ্ছাকৃত হ্যান্ডশেক কাণ্ডের বিস্তৃতি ছড়ায়নি ম্যাচ শেষ অবধি। বিষন্ন বদনে ভারতের খেলোয়াড়দের সাথে করমর্দন করেছে বাংলাদেশের যুবারা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link