বাংলাদেশের জায়গা নিতে চায় না আয়ারল্যান্ড

বিসিবির প্রস্তাব অনুযায়ী, আইসিসি চাইলে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করতে পারে। এতে করে বাংলাদেশ তাদের গ্রুপপর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সুযোগ পাবে। কিন্তু তাতেই নারাজ ক্রিকেট আয়ারল্যান্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে একচুলও নড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তাজনিত উদ্বেগ তুলে ধরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় – ভারতে নয়, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।

সমাধানের পথ খুঁজতে বিকল্প প্রস্তাবও দিয়েছে বিসিবি। বোর্ডের প্রস্তাব অনুযায়ী, আইসিসি চাইলে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশ যাবে গ্রুপ ‘সি’ তে এবং আয়ারল্যান্ড স্থান পাবে গ্রুপ ‘বি’ তে। এতে করে বাংলাদেশ তাদের গ্রুপপর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সুযোগ পাবে। কিন্তু এতেই নারাজ ক্রিকেট আয়ারল্যান্ড।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেট আয়ারল্যান্ডের মুখপাত্র বলেছেন যে আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই আইসিসির সাথে যোগাযোগ করেছে। আইসিসি থেকে গ্রুপ পরিবর্তন না করার আশ্বাসও পেয়েছে তারা।

সেক্ষেত্রে আইসিসি বিপাকে পড়লেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় বিসিবি। সভায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দল, সমর্থক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

আইসিসির প্রতিনিধি দলে ছিলেন ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন বোর্ড সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

সভায় বিসিবির দেওয়া গ্রুপ পরিবর্তনের প্রস্তাব বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার পথ অনেকটা সুগম করলেও ক্রিকেট আয়ারল্যান্ডের অবস্থান স্পষ্ট করায় আরও বিকল্প পথে হাঁটতে হবে আইসিসিকে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link