বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান!

এবার বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো পাকিস্তান। ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে শতভাগ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি বাংলাদেশের সমর্থনে বন্ধ রেখেছে বিশ্বকাপের সব রকম প্রস্তুতি। এ যেন ঘোর বিপদের দিনে  ভরসার হাত বাড়িয়ে দিয়েছে বন্ধু।

এবার বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো পাকিস্তান। ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে শতভাগ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি বাংলাদেশের সমর্থনে বন্ধ রেখেছে বিশ্বকাপের সব রকম প্রস্তুতি। এ যেন ঘোর বিপদের দিনে  ভরসার হাত বাড়িয়ে দিয়েছে বন্ধু।

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা। এমনকি দফায় দফায় মিটিং শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাধ্য হয়েছে কঠোর অবস্থা নিতে। জানিয়ে দিয়েছে ২১ জানুয়ারির মধ্যেই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, বিশ্বকাপে অংশ নিতে চাইলে খেলতে হবে ভারতেই।

এতদিন পর্যন্ত বাংলাদেশও ছিল নিজেদের অবস্থানে অনড়। কথা একটাই, বিশ্বকাপ খেললে ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠি ছোড়াছুড়ি হয়েছে, ভিডিও কনফারেন্সে আইসিসি বোঝানোর চেষ্টা করেছে বিসিবিকে। শেষমেষ পাঠানো হয়েছে প্রতিনিধিও। তবে কিছুতেই যেন কিছু হচ্ছে না। বিসিবির সিদ্ধান্তকে টলানো যায়নি একচুলও। এবার তাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, না খেলতে চাইলে জানিয়ে দিতে হবে ২১ তারিখের মধ্যেই।

বাংলাদেশের সামনে এখন খোলা দুটি পথ, হয় ভারত, নাহলে ওয়াকওভার। এমন দোলাচলের সামনে যখন অসহায় বাংলাদেশ, তখনই পাকিস্তান হাত বাড়িয়ে দিল। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বন্ধ করলো নিজেদের সব রকম প্রস্তুতি। এমন তথ্যই উঠে এসেছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজে।

এ যেন আইসিসির সামনে গুরুতর বিপদ হয়ে এলো। আর মাত্র কটা দিন বাকি বিশ্বকাপ শুরুর। তার আগে এমন পরিস্থিতি নিশ্চয় সুখকর নয় কারো জন্যই। বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে এবং তাদের সমর্থন জোগাতে পাকিস্তানও যদি মুখ ফিরিয়ে নেয়, তবে আইসিসির সামনে অপেক্ষা করছে ঘোরতর বিপদ!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link