একের পর কাটার, স্লোয়ারে ভড়কে দিয়েছেন ব্যাটারদের। গত বছর থেকে যেন মুস্তাফিজুর রহমান পরিণত হয়েছেন ব্যাটারদের জন্য মূর্তিমান আতঙ্ক হিসেবে। এই ধারাবাহিক পারফরম্যান্স এবার পেল সুনির্দিষ্ট স্বীকৃতি। ক্রিকেট বিশ্লেষক ওয়েবসাইট উইজডেনের বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে জায়গা করে নিলেন বাংলাদেশের মুস্তাফিজ।
গত বছর থেকে আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে টি-টুয়েন্টি ম্যাচের সংখ্যা ছিল অভূতপূর্ব। এই চ্যালেঞ্জের মাঝে মুস্তাফিজ ছিলেন একনিষ্ঠ ও মিতব্যয়ী। ১৫৬.৫ ওভার বল করে ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নিয়েছেন, এ সময় ওভারপ্রতি মাত্র ৬.৭৮ রান দিয়েছেন।

ফিজের স্ট্রাইক রেট ১৫.৯, যেখানে শুধু ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডারের স্ট্রাইক রেট মুস্তাফিজের চেয়ে সামান্য ভালো। ওয়েবসাইটের মতে, বছরজুড়ে রান আটকে রাখা এবং নিয়মিত উইকেট নেওয়ায় মুস্তাফিজ ছিলেন সর্বোচ্চ মানের পেসার।
বর্ষসেরা একাদশে মুস্তাফিজের সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, পেস অলরাউন্ডার হিসেবে স্যাম কারেন ও জেসন হোল্ডার। স্পিন বিভাগে ভারতীয় ভরসা বরুণ চক্রবর্তী ও ক্যারিবিয়ান সুনীল নারাইন। এই তালিকায় জায়গা পাওয়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে আছেন ভারতের অভিষেক শর্মা, ইংল্যান্ডের ফিল সল্ট, দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিড।

২০২৫ সালের টি-টুয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের ধারাবাহিকতা, দক্ষতা এবং সংযমের জন্য স্বীকৃতি পাওয়াটা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও গর্বের। বিশ্ব ক্রিকেটে নিজেকে খুব নীরবেই প্রতিষ্ঠিত করে ফেলেছেন মুস্তাফিজ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যা চিরস্মরণীয় হয়েই থাকবে।










