কয় পেসার থাকছেন একাদশে!

আর মাত্র এক কি দুই দিন! এরপরই শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইতোমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে দুই দলের ১৫ সদস্যর ফাইনাল স্কোয়াড। নিউজিল্যান্ডের একাদশ প্রায় নিশ্চিত হলেও ভারতের স্কোয়াডের শক্তিমত্তা বিবেচনায় দুই একটা স্পট নিয়ে আলোচনার যেন শেষ নেই। ক্রিকেট বিশ্লেষকরাও নিজেদের পছন্দের একাদশ নিয়ে আলোচনা করছেন।

পেস বিভাগে জাসপ্রিত বুমরাহর সাথে অভিজ্ঞতা বিবেচনায় প্রায় নিশ্চিত ভাবে থাকছেন ইশান্ত শর্মা। তবে মোহাম্মদ শামি একাদশে শেষ পর্যন্ত থাকবেন কিনা বা তার জায়গায় মোহাম্মদ সিরাজকে নেওয়া হবে কিনা সে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মাঝে হচ্ছে ব্যাপক আলোচনা।

সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে উমেশ যাদবের ইনজুরিতে অভিষিক্ত হন সিরিজ সুযোগ পেয়ে বেশ দারুন কাজে লাগিয়েছেন তিনি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সম্পূর্ণ ফিট আছে পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

বুমরাহ ও ইশান্ত শর্মা থাকায় উমেশ যাদবের একাদশে না থাকাটা প্রায় নিশ্চিত। তবে বাকি এক স্পটে মোহাম্মদ শামি খেলবেন নাকি তরুন সিরাজকে সুযোগ দেওয়া হবে সেটা নিয়েই ক্রিকেটভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের মাঝে চলছে চুলছেড়া বিশ্লেষণ।

তবে সাবেক ক্যারিবিয়ান পেসার ও বর্তমানে কমেন্ট্রি প্যানেলের অন্যতম পরিচত মুখ ইয়ন বিশপ ফাইনালের একাদশের দুইটি স্পট নিয়ে নিজের চিন্তাভাবনার কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচে ১৩ উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজকে বেশ পছন্দ এই ৫৩ বছর বয়সী ধারাভাষ্যকারের। সেই সাথে তিনি উল্লেখ করেন বিরাট কোহলির দলের জন্য ইশান্ত শর্মার অভিজ্ঞতা বেশ কাজে দিবে।

বিশপ বলেন, ‘জাসপ্রিত বুমরাহর প্রতি আমার আলাদা দৃষ্টি আছে। আমার থেকে অবশ্য শেন বন্ড তাকে আরো ভালো জানে। তার স্কিল বেশ দারুণ, সে আগেও এটা প্রমাণ করেছে। ইশান্ত শর্মার অনেক অভিজ্ঞতা আছে, ইংল্যান্ডে এর আগে বেশ কয়েকটি ট্যুরে তিনি ছিলেন। সেখানে তিনি কাউন্টি ক্রিকেটও খেলেছেন। তাই অভিজ্ঞতার বিচারে ইশান্ত দলে থাকবেন আমার মতে৷ মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়ায় বেশ দূর্দান্ত বোলিং করেছেন। কিন্তু মোহাম্মদ শামির অভিজ্ঞতা, বলের লাইন-লেন্থ – যদি সে ফিট থাকে এবং ভালো রিদমে থাকে আমি তাকেও দলে চাইবো।’

বেশ কিছুদিন ধরেই তর্ক, আলোচনা চলছে ভারত কি দুই স্পিনার নিয়ে একাদশ সাজাবে কিনা। বিশপের মতে অতিরিক্ত পেসার না নিয়ে দুই স্পিনার নিয়েই ভার‍তের মাঠে নামা উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘আমি চাই দুই স্পিনারই দলে খেলুক, অশ্বিন এবং জাদেজা ব্যাটিংও করে সেই সাথে ভালো বোলারও! এছাড়া তারা ভালো ফর্মে আছে। তাই আমার মনে বোলিং অ্যাটাক ব্যালেন্স হবে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামলে।’

১৮ জুন থেকে শুরু হতে যাচ্ছে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বলে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। কন্ডিশন ও সদ্য ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স বিবেচনায় কিউইরা খানিকটা এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জয় আর শক্তিশালী স্কোয়াড প্রমাণ করে লড়াইটা বেশ জমজমাটই হবে।

  • ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষাভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link