ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আগস্ট মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজের জন্য অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই দুই সিরিজের চূড়ান্ত স্কোয়াডে নেই অস্ট্রেলিয়ার নয় তারকা ক্রিকেটার।
এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, কেন রিচার্ডসন, ডি’আর্কি শর্ট, ঝাই রিচার্ডসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও প্যাট কামিন্স।
মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটাতেই এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন তারা।
এর আগে গত ১৭ মে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। এরপর এই নয় ক্রিকেটার বিশ্রাম নেওয়ার আগ্রহ প্রকাশ করলে সেই দলের সাথে নতুন করে আরো ছয় জনকে যোগ করে অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় সূচি চূড়ান্ত করা হলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি এখনো চূড়ান্ত করতে পারেনি দুই বোর্ড। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহের দিকে ক্যারিবিয়ান সফরে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ খুব একটা দেখা যায় না। ২০১১ সালে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে খেলে যাওয়ার পর ২০১৭ সালে আবার দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছিলো অস্ট্রেলিয়া।
২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসহায় আত্নসমর্পণ করে হোয়াটওয়াশ হলেও ২০১৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ড্র করেছিলো বাংলাদেশ।
- ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল: অ্যারন ফিঞ্চ, অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, নাথান এলিস, জশ হ্যাজেলউড, মোজেস হেনরিকস, মিশেল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, তানভির সাঙ্গা, মিশেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড এবং অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি
- প্রথম টি-টোয়েন্টি: ৯ জুলাই
- দ্বিতীয় টি-টোয়েন্টি: ১০ জুলাই
- তৃতীয় টি-টোয়েন্টি: ১২ জুলাই
- চতুর্থ টি-টোয়েন্টি: ১৪ জুলাই
- পঞ্চম টি-টোয়েন্টি: ১৬ জুলাই
সব গুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
- প্রথম ওয়ানডে: ২০ জুলাই
- দ্বিতীয় ওয়ানডে: ২২ জুলাই
- তৃতীয় ওয়ানডে: ২৪ জুলাই
সব গুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কেনসিংটন ওভাল, ব্রিজটাউন।