চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল। দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও এখনো সম্পূর্ণ ফিট নন অভিজ্ঞ দেশের সেরা এই ওপেনার। সফরের একমাত্র টেস্টে তামিম খেলবেন কিনা এই সিদ্বান্ত এখন নিতে হবে তাঁকেই।
সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময় হাঁটুতে চোট পেয়ে ছিলেন তামিম। চোটের কারণে এই ব্যাটসম্যানের খেলা হয়নি সুপার লিগেও। অনিশ্চিয়তা ছিল জিম্বাবুয়ে সফরে খেলা নিয়েও। প্রস্তুতি ম্যাচের একাদশে তাকে না দেখে সেই অনিশ্চিয়তা গাঢ় হয় আরো।
তবে দ্বিতীয় ইনিংসেই ব্যাট করতে নামেন এই ওপেনার। দিনের খেলা শেষ হওয়ার আগে ৩০ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তামিম। তবে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও টেস্টে এখনো নিশ্চিত নন এই ব্যাটসম্যান। ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা দিবেন তিনি। সেটার উপরই নির্ভর করবে সব কিছু।
এই বিষয়টি খেলা ৭১-কে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এই চিকিৎসক জানিয়েছেন টেস্ট খেলার সিদ্বান্ত নিতে হবে তামিমকেই। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত নেবে তামিম, ফিজিও এবং টিম ম্যানেজমেন্ট।
তিনি বলেন, ‘টেস্ট খেলার আগের দিন সিদ্বান্ত হবে। ও ব্যাটিং করে দেখবে। ফিটনেস ট্রেনার আছে, ফিজিও আছে ওরাই সিদ্বান্ত নেবে খেলতে পারবে কিনা। এখনো ম্যাচের দুই দিন আছে। ম্যাচের আগে সবার সাথে বসে বুঝবে অবস্থাটা কি। ফিটনেস টেস্ট আছে। ও যদি মনে করে খেলতে পারবে তবে খেলবে। ম্যাচের দিনই সিদ্বান্ত হবে।’
দেবাশীষ চৌধুরী জানিয়েছেন এই চোট থেকে পুরোপুরি কাটিয়ে উঠতে বিশ্রাম নিতে হবে তামিমকে। তবে ঠিক কত দিন বিশ্রাম নিতে হবে এই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। তিনি মনে করেন বিশ্রাম নিলেই চোটটা আস্তে আস্তে কমে আসবে।
এই চিকিৎসক বলেন, ‘চোট থেকে পুরোপুরি সেরে উঠতে ওর বিশ্রাম নিতে হবে। বিশ্রামটা কত দিনের লাগবে সেটা বলা খুব কঠিন। এখন পরিকল্পনা হচ্ছে বিশ্রাম নিলে এটা আস্তে আস্তে কমতে থাকবে। আমি এখান থেকে কিছু বলতে পারছি না।’
আগামী সাত জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। একমাত্র টেস্ট শেষে একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।