তাহলে বিগ ব্যাশে নয় কেন!

তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগেও যেই অজিদের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারবেন কিনা বাংলাদেশ সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সহ মিডিয়াতেও চলছিলো ব্যাপক আলোচনা। কারণ দলীয় পারফরম্যান্স কিংবা শক্তিমত্তায় সব দিক থেকেই এই ফরম্যাটে বাংলাদেশ বাকিদের চেয়ে বেশ পিছিয়ে!

তবে সব আলোচনা ছাপিয়ে সবার প্রত্যাশা টপকে প্রথম তিন ম্যাচে জয় নিয়ে সিরিজে একক আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ দল। যেকোনো ফরম্যাটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম সিরিজ জয়।

তিন ম্যাচেই বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েছে অজিরা। প্রথম দুই ম্যাচের পর তৃতীয় টি-টোয়েন্টিতেও দুর্দান্ত বোলিং করেন পেসার মুস্তাফিজুর রহমান। একসময় ম্যাচে ব্যাকফুটে থাকা বাংলাদেশকে জয়ের ভীত গড়ে দিয়েছেন তিনি। ১৯ তম ওভারে অ্যালেক্স ক্যারি ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানদের বিপক্ষে মাত্র ১ রান দেন তিনি! ১৯ তম ওভারে মাত্র ১ রান! যেকোনো বোলারের জন্যই এই ফরম্যাটে যেটি স্বপ্নের এক ওভার।

৪ ওভার বল করে মাত্র ৯ রান দেন মুস্তাফিজ। যার মধ্যে ছিলো ১৫ টি ডট বল! তার ম্যাজিকেল বোলিংয়ে মাঠে অজিরা ছিলেন অসহায়। এছাড়া শরিফুল-সাকিবদের বোলিং নৈপুণ্যে বাংলাদেশের জয়ে রেখেছে বড় অবদান। সব মিলিয়ে দুই ম্যাচ হাতে রেখে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট সাফল্য।

এদিকে অজিদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় এবং মুস্তাফিজের ম্যাজিকেল বোলিং নিয়ে টুইটারে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বাংলাদেশের প্রোটিয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলেছেন, ‘যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি অর্জন করতে পারবে। অসাধারণ; বাংলাদেশ দল ৩-০(৫)।’

নেপালের লেগস্পিনার সন্দীপ লামিছানে লিখেছেন, ‘কি দারুন একটা দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য। প্রথমবার যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়। অভিনন্দন!’

শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান। তাঁর ভূয়সী প্রশংসা করেছেন দুই সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও ওয়াসিম জাফর।

সাবেক ভারতীয় ওপেনার ও রঞ্জি গ্রেট ওয়াসিম জাফর লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে অভিনন্দন বাংলাদেশ দলকে। ৪-০-৯-০ – মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছে। ১৯ তম ওভারে মাত্র ১ রান দিয়েছে!’

‘ভেরি ভেরি স্পেশাল’ খ্যাত ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক সিরিজ জয়ে অভিনন্দন বাংলাদেশকে। বেশ ভালো লাগছে মুস্তাফিজকে তার সেরা ফর্মে দেখে। কি অসাধারণ বোলিং! বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বেশ খুশি অনুভব করছি।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদে এই লক্ষ্মণকে মেন্টর হিসেবে পান মুস্তাফিজ।

সদূর অস্ট্রেলিয়াতেও বাংলাদেশের পারফরম্যান্সকে সাধুবাদ জানানোর লোকের অভাব নেই। অস্ট্রেলিয়ান ক্রিকেট সাংবাদিক ও ধারাভাষ্যকার মেলিন্ড ফেরেল লিখেছেন, ‘কি অসাধারণ মুহূর্ত বাংলাদেশের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়! যদিও এই ম্যাচে তারা উন্নতি করেছে তবে এই রান চেজ করার জন্য সেটা যথেষ্ট ছিলো না। মুস্তাফিজের শেষ ওভারটাই ছিলো দলের জয়ের ভীত। টানা পাঁচ টি-টোয়েন্টি সিরিজ হার অজিদের জন্য। তবে, দুর্দান্ত জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানাই।’

আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। ইতোমধ্যেই বিশ্বজুড়েই প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ম্যাচে জয় নিয়ে অজিদের হোয়াইটওয়াশ করতেই চাইবে সাকিব-রিয়াদরা। এদিকে শেষ দুই ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে চাইবে ম্যাথু ওয়েডের দল।

এর মধ্যে একটা ভিন্ন আলোচনাও চলছে। যে অস্ট্রেলিয়া দলকে নাকানিচুবানি খাওয়াচ্ছে বাংলাদেশ – সেই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে এক সাকিব বাদে আর কাউকেই অংশ নিতে দেখা যায়নি। তবে, বাংলাদেশিদের আরো বেশি বিগ ব্যাশে অংশ নিতে দেখতে চান সিডনি মর্নিং হেরাল্ডের প্রধান ক্রিকেট লেখক, ম্যালকম কন।

তিনি লিখেছেন, ‘বিগ ব্যাশের সেরা খেলোয়াড়দের গেল কয়েকটা দিন যেভাবে নাকানিচুবানি খাওয়াচ্ছে, বাংলাদেশের বোলাররা তাতে, আগামীতে বাংলাদেশের কয়েকজন বোলার বিগ ব্যাশে চুক্তিবদ্ধ হওয়ার আশা কতে পারেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link