ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশে মাঠে নামার অপেক্ষা হয়তো শেষ হতে যাচ্ছে সাকিব আল হাসানের। কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিয়েছেন পরের ম্যাচেই একাদশে ফিরতে পারেন এই অলরাউন্ডার।
আইপিএলের দ্বিতীয় অংশে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে কলকাতা। কিন্তু একটি ম্যাচেও একাদশে সুযোগ হয়নি সাকিবের। আইপিএল স্থগিত হওয়ার আগে তিনটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এই অলরাউন্ডারের। কলকাতার প্রধান কোচ জানিয়েছেন একাদশ নির্বাচন করতে সাকিব সময়ই তাদের ভাবনাতে থাকেন। পরের ম্যাচেই হয়তো তাঁকে দেখা যেতে পারে।
ম্যাককালাম বলেন, ‘যখন আমরা দল নির্বাচন নিয়ে কথা বলি সাকিব সব সময়ই আমাদের বিবেচনায় থাকে। কারণ তার বাঁহাতি বোলিং ও ব্যাটিং দক্ষতা। ব্যাটসম্যান হিসেবে তাকে সেরা তিনেই আমরা দেখতে পাই। কিন্তু মিডল অর্ডার বা অন্য যে কোন জায়গাতেও সে মানিয়ে নিতে পারবে। পরবর্তী ম্যাচে নিশ্চিত ভাবেই সে আমাদের পরিকল্পনায় আছে।’
টুর্নামেন্টের দ্বিতীয় অংশ শুরুর পর কলকাতার একাদশে বিদেশি কোটায় অধিনায়ক ইয়ন মরগ্যানের সাথে নিয়মিত খেলেছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসন। ফার্গুসনের জায়গাতে কয়েক ম্যাচ খেলেছেন টিম সাউদি। সাকিবকে ভাবা হচ্ছিল রাসেল অথবা নারাইনের বিকল্প।
তবে এই দু’জনের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। তাই একাদশে জায়গা হচ্ছিল না সাকিবের। কিন্তু রাসেল চোটে পড়লে একাদশে ফেরার একটা সম্ভবনা তৈরি হয় সাকিবের সামনে। তবে সাকিবের পরিবর্তে কলকাতার হয়ে এক ম্যাচে খেলেন লকি ফার্গুসন ও গতকাল খেলেছেন টিম সেইফার্ট।
পাঞ্জাব কিংসের সাথে হারার ম্যাচে ব্যাট হাতে নামারই সুযোগ হয়নি সেইফার্টের। ম্যাককালাম জানিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দর্দান্ত পারফরম্যান্স করার কারণেই সেইফার্টকে সুযোগ দিয়েছিলেন তাঁরা। তিনি বলেন, ‘টিম সেইফার্ট সিপিএলে দারুণ খেলেছে। সিপিএলে দলের মিডল অর্ডারে খেলে সে বেশ ভালো রান করেছে।’
এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। তবে সেই তিন ম্যাচেও তিনি ছিলেন নিজের ছাঁয়া হয়ে। তিন ম্যাচে এই অলরাউন্ডাের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৮ রান এবং বল হাতে পেয়েছিলেন দুই উইকেট।