টানা তিনটি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে সেই আত্নবিশ্বাসে ধাক্কা লেগেছে বাংলাদেশের। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন প্রস্তুতি ম্যাচে হারলেও তাদের আত্মবিশ্বাস আগের জায়গাতেই আছে।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ জেতার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। মন্থর ও টার্নিং উইকেটে খেলার কারণে প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠলেও মাহমুদউল্লাহ বারবারই বলেছেন আত্মবিশ্বাসই আসল।
তবে সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার সাথে ৩ উইকেটে হারের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানে হেরে। তবে আজ বিশ্বকাপ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন প্রস্তুতি ম্যাচের হার বিশ্বকাপে কোন প্রভাব ফেলবে না। আগামীকালের ম্যাচের জন্য সবাই প্রস্তুত রয়েছে।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা দুটো প্রস্তুতি ম্যাচ হেরেছি। আমার মনে হয় এটার কোন প্রভাব বিশ্বকাপে পড়বে না। আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত রয়েছি। আমার মনে হয় আত্মবিশ্বাস আগের মতই আছে।’
আগামীকাল বিশ্বকাপের প্রথম ম্যাচে আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই কন্ডিশনে প্রস্তুতি ম্যাচও খেলেছে সৌম্য – লিটনরা। মাহমুদউল্লাহ মনে করেন কন্ডিশন প্রায় একই থাকবে। তবে তিনি জানিয়েছেন বাংলাদেশ যে কোন কন্ডিশনে খেলার জন্য মানসিক ভাবে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ‘ওমানের বিপক্ষে আমরা যে কন্ডিশনে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম, উইকেট নিয়ে সবার সাথে যে আলোচনা করেছি সবাই বলেছি উইকেটের কন্ডিশন ভালো ছিল। স্পোর্টসিং উইকেট ছিল। কন্ডিশন ঔরকমই থাকবে। আমাদের যে কোন কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে মানসিক ভাবে।’
বিশ্বকাপের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ সহ ওমান ‘এ’ দলের সাথে একটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে কোন ম্যাচেই খেলেননি মাহমুদউল্লাহ। মূলত হালকা চোট থাকার কারণেই ঝুঁকি নেননি তিনি। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন আগামীকালের ম্যাচের জন্য এখন তিনি পুরোপুরি প্রস্তুত রয়েছেন।
মাহমুদউল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ঠিক হয়ে গেছি। ৯-১০ মাস আগের একটা চোট এখানে আসার পর একটু সমস্য করে। প্রস্তুতি ম্যাচ দুটি খেলতে পারিনি। এখন অনেকটাই ঠিক হয়েছে। ইনশাআল্লাহ আমি আগামী ম্যাচেই খেলতে পারবো।’
শুধু মাহমুদউল্লাহ নয়, প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব আল হাসানও। সাকিব প্রস্তুতি ম্যাচে খেলেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে। আইপিএল শেষ করে আজ সকালেই দলের সাথে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার। মাহমুদউল্লাহ জানিযেছেন জার্নি করে আসলেও সাকিব এখন পুরোপুরি ঠিক রয়েছেন।
সাকিব প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সাকিব আজকে সকালে এসেছে। আইপিএলে ওর যে চুক্তি ছিল ওটা শেষ করেই এসেছে। সে এখন পুরোপুরি দলের সাথেই আছে। জার্নি করে এসেছে, কিন্তু সে ঠিক আছে।’
তবে প্রস্তুতি ম্যাচে খেললেও রান পাননি দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিন ম্যাচেই ব্যর্থ ছিলেন তিনি। মুশফিকের ব্যাট হাসেনি দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজেও। তবে মুশফিকের এই ধারাবাহিক রান খড়া নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ। বাংলাদেশের অধিনায়ক মনে করেন একটা ভালো ইনিংসই মুশফিককে আগের জায়গাতে নিয়ে আসবে।
তিনি বলেন, ‘আর মুশফিকের বিষয়ে, আমরা সবাই জানি যে মুশফিক কতটা মূল্যবান আমাদের দলের জন্য। অনেক সময় অনেক ক্রিকেটারের এই ফরম্যাটে খারাপ যেতে পারে। ওকে নিয়ে আমাদের কোন সন্দেহ নেই। ও প্রমাণ করেই এসেছে সে চ্যাম্পিয়ান খেলোয়াড়। এটা নতুন করে বলার কিছু নেই, আমাদের সবার সমর্থন আছে। দলের প্রয়োজনে সে যথাসময়েই ফিরে আসবে। একটা ভালো ইনিংস ও শুরু ওর আত্মবিশ্বাসটা আগের জায়গাতে নিয়ে আসবে।’